Saturday, May 7, 2016

আমাদের মাতামাতি

আমরা বাঙগালী হিসাবে গর্বিত, এতে সন্দেহ নেই | আমরা আবেগী তাতেও সমস্যা নেই- সমস্যা সেখানে যখন আমরা একটা কিছু নিয়ে বেশি বাড়াবাড়ি করি ! অবশ্য আমি আমার ব্যাক্তিগত মতামতটাই বললাম, কারো সাথে নাও মিলতে পারে, এ জন্য আমি  ক্ষমা চেয়ে নিচ্ছি | সাম্প্রতিক সময়ে আমরা মুস্তাফিজকে নিযে যে বাড়াবাড়ি শুরু করেছি, নি:সন্দেহে তা ভলো কিছু নয় | অবশ্যই মুস্তাফিজ সেরা কিন্তু আমরা কেন সেটা প্রমান করতে যবো? 16কোটি মানুষ ছাড়া কি আর মানুষ নেই? ভলো মন্দটা তাদের ওপর ছেড়ে দিলে ভলো হয় না? তারাই না হয় বলুক- মুস্তাফিজ ইজ ওয়ান অফ দ্যা বেস্ট বোলার |

No comments:

Post a Comment

Comments