Saturday, May 7, 2016

ব্রাজিলের চূড়ান্ত দলে নেই কাকা

নেইমার যে থাকবেন না তা আগেই নিশ্চিত ছিল। বার্সেলোনা আর ব্রাজিল ফুটবল ফেডারেশনের মধ্যে সমঝোতা অনুযায়ী নেইমার শুধু আগস্টে অনুষ্ঠেয় রিও অলিম্পিকে খেলবেন। ব্রাজিল অধিনায়কের না থাকায় সুযোগ ছিল আরেক তারকা কাকার সামনে। কিন্তু কোপা আমেরিকার জন্য বৃহস্পতিবার ঘোষিত ব্রাজিলের ২৩ সদস্যের চূড়ান্ত দলে কাকাকে রাখেননি কোচ কার্লোস দুঙ্গা। জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে শতবর্ষী কোপা আমেরিকা।
কাকার সঙ্গে বাদ পড়েছেন চেলসির তারকা মিডফিল্ডার অস্কার।
ব্রাজিলের ২৩ সদস্যের দল
আলিসন, দিয়েগো আলভেস, এদেরসন, দানি আলভেস, রদ্রিগো কাইয়ো, ফাবিনিয়ো, জিল, ফিলিপে লুইস, মারকুইনিয়োস, মিরান্দা, ডগলাস সান্তোস, রেনাতো আগুস্তো, কাসেমিরো, ডগলাস কস্তা, ফিলিপে কৌতিনিয়ো, এলিয়াস, লুইস গুস্তাভো, লুকাস লিমা, রাফিনিয়া, উইলিয়ান, গাব্রিয়েল, হাল্ক, রিকার্দো অলিভেইরা।

No comments:

Post a Comment

Comments