Sunday, May 8, 2016

কলকাতা নাইট রাইডার্স— মাঠেও আছে, হাসপাতালেও

মাঠে নেমে বিশাল বিশাল ছক্কা হাঁকানোর মাস্টার পাঠান। বিপক্ষের বোলারদের রাতের ঘুম কেড়ে নেন তিনি। রিঙ্কির সঙ্গে পাঠানের জমে গিয়েছে অসম বন্ধুত্ব। উত্থাপ্পার সঙ্গেও অনির্বানের খুব খাতির হয়ে গিয়েছে। 

মাঠে নেমে বিশাল বিশাল ছক্কা হাঁকানোর মাস্টার পাঠান। বিপক্ষের বোলারদের রাতের ঘুম কেড়ে নেন তিনি। রিঙ্কির সঙ্গে পাঠানের জমে গিয়েছে অসম বন্ধুত্ব। উত্থাপ্পার সঙ্গেও অনির্বানের খুব খাতির হয়ে গিয়েছে।
অথচ অনির্বান-রিঙ্কিদের তো চিনতেনই না পাঠান-উত্থাপ্পারা। রাজারহাটের সেন্ট জুড ইন্ডিয়া চাইল্ড কেয়ার সেন্টারে এসে ওদের সঙ্গে পরিচয় হয়েছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের মন জিতে নিয়েছেন কলকাতা নাইটরাইডার্সের ক্রিকেটাররা।
ঘটনা হল, অনির্বাণ-রিঙ্কিরা ক্যান্সারে আক্রান্ত। ওই চাইল্ড কেয়ার সেন্টারে অনির্বাণ-রিঙ্কির মতো অনেক বাচ্চা রয়েছে। ওদের প্রত্যেকের শরীরে বাসা বেধেছে দূরারোগ্য ক্যান্সার। ক্ষণিকের অতিথি হয়ে এসে কেকেআর-এর ক্রিকেটাররা ছোট ছোট ছেলেমেয়েদের আনন্দ দিলেন। ওদের ছেড়ে চলে যাওয়ার সময় ইউসুফ পাঠান বললেন, ‘‘এই বাচ্চাগুলো জানেও না ওরা কোন রোগের শিকার। আমরা ওদের ভালবাসা দিতে পারি। শক্তি জোগাতে পারি।’’
বরোদাতেও ইউসুফ পাঠান ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে দাঁড়িয়েছেন। রাজারহাটের চাইল্ড কেয়ার সেন্টারে দাঁড়িয়ে পাঠান বলছেন, ‘‘বাচ্চারা তো নিজেদের জ্বালাযন্ত্রণা বোঝাতে পারে না। ওদের জন্য খুব কষ্ট হয়।’’
কলকাতা নাইট রাইডার্স মাঠেও আছে। আবার হাসপাতালেও। এই না হলে চ্যাম্পিয়ন দল।

No comments:

Post a Comment

Comments