Sunday, May 29, 2016

ওদের আউট করাই চ্যালেঞ্জ:‌ ভুবনেশ্বর

আগুন, আগুন ঝরাচ্ছেন তিনি এই আই পি এলে। ১৬ ম্যাচে নিয়েছেন ২৩টি উইকেট!‌ এখন পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট নেওয়ায়, স্বাভাবিকভাবেই বেগুনি টুপি তাঁর মাথায়। অথচ সেই তিনি চিন্তায় কোহলি অ্যান্ড কোং-‌কে নিয়ে!‌ হ্যাঁ, ফাইনালের আগে সানরাইজার্স হায়দরাবাদের স্যুইং বোলারের কথা শুনলে তেমনই মনে হবে। কী বলছেন ভুবনেশ্বর কুমার?‌ কোনও রাখ-‌ঢাক না করেই বলেছেন, ‘‌আর সি বি-‌কে আটকানোর রাস্তা তো খুঁজতেই হবে। এই তো সেদিন, কোথায় যেন পড়লাম, রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোরের ৩৫ শতাংশ রানই বিরাট করেছে!‌ তাই বিরাট, গেইল, এ বি, ওয়াটসন— ওদের প্রত্যেককে আউট করাটাই চ্যালেঞ্জ। এটুকু বলতে পারি, হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর সেই লড়াইয়ের জন্য আমরা মুখিয়ে আছি।’‌ গুজরাট লায়ন্সের বিরুদ্ধে শুক্রবার মুস্তাফিজুরকে পায়নি তাঁর দল। ভুবিকে বিষয়টি নিয়ে প্রশ্ন করতে বলেন, ‘‌মুস্তাফিজুর এবারে খুব ভাল খেলেছে। গুরুত্বপূর্ণ ম্যাচে ওকে না পাওয়াটা ধাক্কাই। তবে ট্রেন্ট বোল্ট পরিবর্ত হিসেবে দায়িত্ব ঠিকঠাক পালন করেছে। ওকে নেটে পরিশ্রম করতে, ঘাম ঝরাতে দেখেছি। হয়ত শেষ ওভারের আগের ওভারটায় ও রান দিয়ে ফেলেছে। তবে ক্রিকেটে এমনটা হয়েই থাকে।’‌ শুক্রবারের ম্যাচের আগে ওয়ার্নার বলেছিলেন, প্রথমে ব্যাট করে বড় রান তুলে রাখাই আমাদের লক্ষ্য। যাতে বোলাররা সাহায্য পায়। কিন্তু টস জেতার পর দেখা গেল ফিল্ডিং নিয়েছে হায়দরাবাদ। কী এমন ঘটেছিল যে সিদ্ধান্ত বদলেছিলেন অধিনায়ক?‌ ভুবি বলেছেন, ‘‌আমরা বিপক্ষের ব্যাটিংশক্তি দেখেই সিদ্ধান্তটা নিয়েছিলাম। অ্যারন ফিঞ্চ, রায়না, ম্যাকালাম, ডোয়েন স্মিথ— ওদের ব্যাটিং লাইন আপটা দেখলেই বুঝবেন। আমরা জানতাম, রান তাড়া করতে হলে ওরা তুলে ফেলবে। তাই মনে হয়েছিল, ওরা শুরুতে ব্যাট করুক। কম রানে বেঁধে ফেলতে পারলে, আমাদেরই সুবিধে।’‌ ম্যাচের শেষদিকে বিপুল শর্মার ১১ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস দেখে অনেকেই চমকে গিয়েছেন। কিন্তু ভুবনেশ্বর কুমার নন। বলেছেন, ‘‌বিপুল যখন ব্যাট করতে নেমেছিল, তখন আর চার-‌পাঁচ ওভার বাকি। ওয়ার্নারের সঙ্গ দেওয়ার মতো কাউকে তখন দরকার ছিল। ওই মুহূর্তে মাঠে নেমেই ওভাবে ঝড় তোলা সহজ নয়। কিন্তু বিপুল সেটাই করেছে। ও ভাল পিঞ্চ-‌হিটার। জানেন, ও মাঠে নেমেই ক্যাপ্টেনকে আশ্বাস দিয়েছিল। ওর কাছে আমরা এটাই আশা করেছিলাম।’‌ চোট সমস্যায় ভোগার পর, এভাবে ফিরে আসা!‌ নিজের ফর্ম নিয়ে কী বলবেন?‌ ভুবি জানিয়েছেন, ‘‌অস্ট্রেলিয়া সফরের পর সেরে উঠতে বেশ কিছুটা সময় লেগেছে। অনেক কিছু বদলেওছে। আমার গতি ঠিক থাকলেও স্যুইংটা ঠিকঠাক হচ্ছিল না। অথচ, যেটা আমার বোলিংয়ের শক্তি ছিল, চাইনি সেই শক্তিটা হারিয়ে ফেলতে। অনেক খুঁটিয়ে দেখার পর জানতে পারি, আমার টেকনিকে কিছু গলদ আছে। আর কোনও কোনও ক্ষেত্রে পরিস্থিতি অনুকূলে থাকছে না। জানতে পারার পরই পরিশ্রম করতে শুরু করি। বুঝতে পেরেছিলাম, প্রাথমিক কিছু বিষয়ে ভুল হচ্ছে। পরিশ্রম করেই আবার নিজের শক্তি ফিরে পেয়েছি।’‌ ‌‌‌‌‌

No comments:

Post a Comment

Comments