Friday, May 6, 2016

সাসপেন্ডের মুখে কোহলি!

আর্থিক জরিমানা দিয়েই পার পাবেন না ভারতের এখনকার ক্রিকেট সেনসেশন বিরাট কোহলি! এক ম্যাচের নির্বাসন হতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়কের৷ চলতি আইপিএল-এ বাকি ম্যাচের কোনো একটিতে স্লো-ওভার রেট হলে নির্বাসিত হবেন বিরাট৷

বিরাট নেতৃত্বেও ভাগ্য ফেরেনি রয়্যাল চ্যালেঞ্জার্সের৷ এখন পর্যন্ত সাত ম্যাচে মাত্র দু’টিতে জিতেছে বিরাটবাহিনী৷ ফলে ব্যাঙ্গালোরের প্লে-অফে ওঠা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে৷ শেষ সাতটি ম্যাচে ‘মিরাকেল’ না-ঘটলে প্লে-অফের আগেই বিদায় নেবে বিজয় মালিয়ার দল৷ এর মধ্যে নির্বাসনের খাঁড়া ঝুলছে বিরাটের ঘাড়ে৷ দু’টি ম্যাচে স্লো-ওভার রেটের জন্য ইতিমধ্যেই ১২ লাখ করে মোট ২৪ লক্ষ টাকা জরিমানা দিয়েছে রয়্যাল অধিনায়ক৷ কিন্তু আর একটি ম্যাচে স্লো-ওভার রেট হলে শুধু জরিমানা দিয়েই হবে না৷ সেক্ষেত্রে এক ম্যাচের জন্য সাসপেন্ড অনিবার্য বিরাটের৷ শনিবার ঘরের মাঠে পুনে সুপারজায়েন্টের বিরুদ্ধে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷

No comments:

Post a Comment

Comments