কোপার আর্জেন্টিনা দলে রয়েছেন লিওনেল মেসি৷ কিন্তু অলিম্পিকে দলে তাকে রাখা হয়নি৷ তাই হতাশ পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার। তিনি সেই হতাশার কথা খুলে বলেছেন৷আগামী ৩ থেকে ২৬ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকার আসর। অন্যদিকে ৫ থেকে ২১ অগস্ট ব্রাজিলের রিও ডি জেনেইরোতে বসবে অলিম্পিকের আসর। দুই প্রতিযোগিতাতেই জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছা ছিল মেসির৷ কিন্তু কোচ জেরাদো মার্টিনো পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে শুধু কোপার জন্যেই বেছে নেন৷ ওই সময় আর্জেন্টিনা কোচ বলেছিলেন, তার প্রস্তাব মেনে নিয়েছেন মেসি৷ কিন্তু পরে এক সাক্ষাৎকারে অলিম্পিকে খেলতে না পারার হতাশা লুকিয়ে রাখেননি মেসি।মেসি বলেন, ‘আমার অলিম্পিক খেলার ইচ্ছা ছিল৷২০০৮ অলিম্পিকে খেলাটা চমৎকার এক অভিজ্ঞতা রয়েছে৷ ঠিক ২০০৫ সালে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলার মতো। এবারও সেই ইচ্ছা ছিল৷’একইসঙ্গে তিনি বলেন, ‘অলিম্পিক ভিলেজে থাকা, অন্য ক্রীড়াক্ষেত্রের উপরের সারির সব অ্যাথলেটদের সঙ্গে দেখা হওয়া সেটা এক দারুণ অভিজ্ঞতা ছিল।’Latest sports news of Cricket, Football, Tennis are placed here. The current sports news you can get from here easily. Sports Update are always available here. Bangladesh cricket, Indian cricket, FIFA news, ICC news, IPL, Big bash, champion league, La Liga all of the news are here.
Tuesday, May 10, 2016
আর্জেন্টিনা দল থেকে বাদ মেসি
কোপার আর্জেন্টিনা দলে রয়েছেন লিওনেল মেসি৷ কিন্তু অলিম্পিকে দলে তাকে রাখা হয়নি৷ তাই হতাশ পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার। তিনি সেই হতাশার কথা খুলে বলেছেন৷আগামী ৩ থেকে ২৬ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকার আসর। অন্যদিকে ৫ থেকে ২১ অগস্ট ব্রাজিলের রিও ডি জেনেইরোতে বসবে অলিম্পিকের আসর। দুই প্রতিযোগিতাতেই জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছা ছিল মেসির৷ কিন্তু কোচ জেরাদো মার্টিনো পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে শুধু কোপার জন্যেই বেছে নেন৷ ওই সময় আর্জেন্টিনা কোচ বলেছিলেন, তার প্রস্তাব মেনে নিয়েছেন মেসি৷ কিন্তু পরে এক সাক্ষাৎকারে অলিম্পিকে খেলতে না পারার হতাশা লুকিয়ে রাখেননি মেসি।মেসি বলেন, ‘আমার অলিম্পিক খেলার ইচ্ছা ছিল৷২০০৮ অলিম্পিকে খেলাটা চমৎকার এক অভিজ্ঞতা রয়েছে৷ ঠিক ২০০৫ সালে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলার মতো। এবারও সেই ইচ্ছা ছিল৷’একইসঙ্গে তিনি বলেন, ‘অলিম্পিক ভিলেজে থাকা, অন্য ক্রীড়াক্ষেত্রের উপরের সারির সব অ্যাথলেটদের সঙ্গে দেখা হওয়া সেটা এক দারুণ অভিজ্ঞতা ছিল।’
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment