কেকেআর সেই ম্যাচে কিংগস ইলেভেন পঞ্জাবকে সাত রানে হারায়। আর সেই ম্যাচের
শুরুতেই টস নিয়ে বিতর্ক তৈরি হয়। কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর টসে জেতেন।
অথচ কিংগস ইলেভেন পঞ্জাব অধিনায়ক মুরলী বিজয় কলকাতাকে ব্যাট করতে পাঠিয়ে
দেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তো কতই তো বিতর্ক হয়েছে! স্পট ফিক্সিং, পার্টি, চিয়ারলিডারকে নিয়ে বিতর্ক। এবার সেই বিতর্কের তালিকায় নতুন সংযোজন টস বিতর্ক। টস নিয়ে বিতর্ক তৈরি হয়েছে আইপিএলে, স্মরণকালের মধ্যে তা মনে পড়ার কথা নয় ক্রিকেটপাগলদের। এবার কলকাতা নাইটরাইডার্স ও কিংগস ইলেভেন পঞ্জাব ম্যাচ শিরোনামে আসে টস বিতর্কের জন্য।
কেকেআর সেই ম্যাচে কিংগস ইলেভেন পঞ্জাবকে সাত রানে হারায়। আর সেই ম্যাচের শুরুতেই টস নিয়ে বিতর্ক তৈরি হয়। কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর টসে জেতেন। অথচ কিংগস ইলেভেন পঞ্জাব অধিনায়ক মুরলী বিজয় কলকাতাকে ব্যাট করতে পাঠিয়ে দেন। বিজয়কে বলতে শোনা যায়, ‘‘প্রতিপক্ষের উপরে চাপ তৈরির জন্যই কেকেআর-কে ব্যাট করতে পাঠিয়েছি। কারণ কলকাতা নাইট রাইডার্স দারুণ রান তাড়া করে।’’
ঘটনা হল, বিজয় টসে জেতেননি। তাহলে তিনি কীভাবে গম্ভীরের দলকে ব্যাট করতে পাঠালেন? বাস্তবে সেটাই ঘটেছে। দুই অধিনায়ককে নিয়ে বাইশ গজে এসে দাঁড়ান রবি শাস্ত্রী। গম্ভীর কয়েন ঘোরান। বিজয় কল করেন হেড। ম্যাচ রেফারি বলেন, ‘‘টেইল ইট ইজ।’’ এর পরেই ম্যাচ রেফারি দেখিয়ে দেন বিজয়কে। অর্থাৎ বিজয় টসে জেতেন। মুহূর্তে একটা বিভ্রান্তি তৈরি হয়। গম্ভীর ও বিজয় নিজেদের মধ্যে কথা বলে নেন। এর পরেই মুরলী এগিয়ে এসে শাস্ত্রীর সঙ্গে করমর্দন করেন। তার পরে বলেন, ‘‘আমরা প্রথমে বল করব। কারণ কেকেআর দারুণ রান তাড়া করে।’’ ম্যাচ রেফারি, শাস্ত্রীর সামনে এই ভুলটা কীভাবে হয়ে গেল! সেটাই রহস্য।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তো কতই তো বিতর্ক হয়েছে! স্পট ফিক্সিং, পার্টি, চিয়ারলিডারকে নিয়ে বিতর্ক। এবার সেই বিতর্কের তালিকায় নতুন সংযোজন টস বিতর্ক। টস নিয়ে বিতর্ক তৈরি হয়েছে আইপিএলে, স্মরণকালের মধ্যে তা মনে পড়ার কথা নয় ক্রিকেটপাগলদের। এবার কলকাতা নাইটরাইডার্স ও কিংগস ইলেভেন পঞ্জাব ম্যাচ শিরোনামে আসে টস বিতর্কের জন্য।
কেকেআর সেই ম্যাচে কিংগস ইলেভেন পঞ্জাবকে সাত রানে হারায়। আর সেই ম্যাচের শুরুতেই টস নিয়ে বিতর্ক তৈরি হয়। কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর টসে জেতেন। অথচ কিংগস ইলেভেন পঞ্জাব অধিনায়ক মুরলী বিজয় কলকাতাকে ব্যাট করতে পাঠিয়ে দেন। বিজয়কে বলতে শোনা যায়, ‘‘প্রতিপক্ষের উপরে চাপ তৈরির জন্যই কেকেআর-কে ব্যাট করতে পাঠিয়েছি। কারণ কলকাতা নাইট রাইডার্স দারুণ রান তাড়া করে।’’
ঘটনা হল, বিজয় টসে জেতেননি। তাহলে তিনি কীভাবে গম্ভীরের দলকে ব্যাট করতে পাঠালেন? বাস্তবে সেটাই ঘটেছে। দুই অধিনায়ককে নিয়ে বাইশ গজে এসে দাঁড়ান রবি শাস্ত্রী। গম্ভীর কয়েন ঘোরান। বিজয় কল করেন হেড। ম্যাচ রেফারি বলেন, ‘‘টেইল ইট ইজ।’’ এর পরেই ম্যাচ রেফারি দেখিয়ে দেন বিজয়কে। অর্থাৎ বিজয় টসে জেতেন। মুহূর্তে একটা বিভ্রান্তি তৈরি হয়। গম্ভীর ও বিজয় নিজেদের মধ্যে কথা বলে নেন। এর পরেই মুরলী এগিয়ে এসে শাস্ত্রীর সঙ্গে করমর্দন করেন। তার পরে বলেন, ‘‘আমরা প্রথমে বল করব। কারণ কেকেআর দারুণ রান তাড়া করে।’’ ম্যাচ রেফারি, শাস্ত্রীর সামনে এই ভুলটা কীভাবে হয়ে গেল! সেটাই রহস্য।

No comments:
Post a Comment