Sunday, May 8, 2016

শিরোপা লড়াইয়ে স্পেনে মাঠে নামছে তিন জায়ান্ট

স্প্যানিশ লিগে শিরোপা লড়াই বেশ জমজমাট হয়ে উঠেছে। এক পয়েন্টের ব্যবধানে শিরোপার জন্য লড়ছে তিন জায়ান্ট, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। রবিবার একইরাতে চ্যাম্পিয়ন হতে মাঠে নামছে তিন ক্লাবই।
পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখার মিশনে বার্সেলোনার সামনে এবার এসপানিওল বাধা। রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেতিকো মাদ্রিদও বার্সার সঙ্গে শিরোপা লড়াইয়ের মিশনে নামবে।
বাংলাদেশ সময় রাত ৯টায় এসপানিওলের মুখোমুখি হবে বার্সা। অন্যদিকে, স্বাগতিক লেভান্তের বিপক্ষে অ্যাতলেতিকো ও সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়াকে মোকাবেলা করবে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। একই সময়ে আরো সাতটি ম্যাচ মাঠে গড়াবে।
বার্সা-অ্যাতলেতিকোর তুলনায় রিয়ালের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কেননা, ভ্যালেন্সিয়ার বিপক্ষে শেষ চার ম্যাচেই জয়হীন লস ব্লাঙ্কসরা। এর মধ্যে আবার এক ম্যাচে হারেও দুঃস্মৃতিও রয়েছে। সবশেষ ১৩ বারের দেখায় গ্যালাকটিকোদের হার এই এক ম্যাচেই। জয় ৭টিতে আর পাঁচটি ম্যাচ ড্রয়ের মুখ দেখে।
এবার লুইস এনরিকের শিষ্যদের সামনে টানা চারটি ম্যাচ জিতে শিরোপা জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে যাওয়ার হাতছানি। লেভান্তের বিপক্ষে নিজেদের সবশেষ শিরোপা জয়ের মৌসুমে (২০১৩-১৪) হারের স্বাদ নিয়েছিল অ্যাতলেতিকো।
পয়েন্ট টেবিলে ৩৬ ম্যাচ শেষে সমান ৮৫ পয়েন্টে ‍বার্সার পরেই অ্যাতলেতিকোর অবস্থান। এক পয়েন্টে পিছিয়ে থেকে তিন নম্বরে রিয়াল। মৌসুম শেষ হতে আর মাত্র দু’টি করে ম্যাচ বাকি।

No comments:

Post a Comment

Comments