Thursday, May 5, 2016

টি-২০ এবং ওয়ান ডে র্যা ঙ্কিংয়ে পতন ভারতের

টি-২০ র্যা ঙ্কিংয়ে শীর্ষ স্থান হারাল ভারত। ওয়ান ডে র্যা ঙ্কিংয়েও এক ধাপ নীচে নেমে চতুর্থ স্থানে রয়েছে ‘টিম ইন্ডিয়া’। আইসিসি’র প্রকাশিত নতুন ক্রমতালিকায় টি-২০ ফরম্যাটে ভারতকে পিছনে ফেলে দিয়েছে নিউজিল্যান্ড। ওয়ান ডে র্যা ঙ্কিংয়ে এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ও তৃতীয় স্থানে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
গত বছর ঘরের মাঠে পঞ্চমবার বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। ১২৪ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া তাই শীর্ষ স্থান দখলে রেখেছে। নিউজিল্যান্ড ১১৩ পয়েন্ট ও দক্ষিণ আফ্রিকা ১১২ পয়েন্ট পেয়েছে। ভারতের পয়েন্ট ১০৯। পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ রয়েছে অষ্টম স্থানে। পাকিস্তান নবম স্থানে। আগামী বছর ৩০ সেপ্টেম্বর আইসিসি’র ইভেন্ট ক্যালেন্ডার ধরা হবে। যার ভিত্তিতেই র্যা ঙ্কিং কাট-অফ নির্ধারিত হবে ২০১৯ বিশ্বকাপের জন্য। ইংল্যান্ডে আয়োজিত পরের বিশ্বকাপে সেরা সাতটি দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। র্যা ঙ্কিংয়ের শেষ চারটি দলের মধ্যে দু’টি দল কোয়ালিফায়িং থেকে বিশ্বকাপের মূল পর্বে উঠবে।

No comments:

Post a Comment

Comments