Monday, May 30, 2016

প্রথমবার আইপিএল জিতে দলীয় সংহতিকে কৃতিত্ব দিলেন ওয়ার্নার

অল্পের জন্য স্বপ্নপূরণ হল না বিরাট কোহলির। আরসিবি অধিনায়ক অবশ্য ব্যাট হাতে নতুন কীর্তি গড়েছেন। 




দু’টো দলের সামনেই সুযোগ ছিল প্রথমবার আইপিএল ট্রফি জেতার। শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে আট রানে হারিয়ে চ্যাম্পিয়ন হল সানরাইজার্স হায়দরাবাদ। আর প্রথমবার আইপিএল জেতার পর হায়দরাবাদ শিবির জুড়ে শুধুই ডেভিড ওয়ার্নারকে নিয়ে উচ্ছ্বাস।
ফাইনালের পর শিখর ধাওয়ান টিভিতে বললেন, ‘‘আমার এবং দলের জন্য টুর্নামেন্টটা খুব ভাল কাটল। তবে আলাদা করে বলতে হবে ওয়ার্নারের কথা। সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছে। প্রথম ম্যাচ থেকে একটা দুর্দান্ত সফর গিয়েছে ওর।’’ একই সুর কোচ টম মুডির গলায়। বললেন, ‘‘ওয়ার্নার চাপের মুখে শুধু দারুণ নেতৃত্বই দেয়নি, খুব ভাল ব্যাটিংও করেছে। আমাদের এই জয়ের সিংহভাগ কৃতিত্ব ওর প্রাপ্য।’’
দলের মেন্টর ভি ভি এস লক্ষ্মণ আবার সাফল্যের জন্য কৃতিত্ব দিচ্ছেন ড্রেসিংরুমের পরিবেশকে। বলছেন, ‘‘আমরা সব সময় একে অপরের পাশে দাঁড়াই। সাফল্য-ব্যর্থতা ভাগ করে নিই। খারাপ সময়েও একে অপরকে সমর্থন করি। এই সুখী ড্রেসিংরুমের ছবিটা আমাদের উদ্দীপ্ত করে।’’ অন্যতম মেন্টর ও শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুথাইয়া মুরলীধরন বলছেন, ‘‘কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে এই জয়। কোনও মহাতারকা নেই আমাদের দলে। তবে টিম স্পিরিটই কঠিন সময়ে আমাদের সাহায্য করেছে।’’


অল্পের জন্য স্বপ্নপূরণ হল না বিরাট কোহলির। আরসিবি অধিনায়ক অবশ্য ব্যাট হাতে নতুন কীর্তি গড়েছেন। ৯৭৩ রান আইপিএলে এক মরসুমে সর্বোচ্চ। কোহলি অবশ্য ব্যক্তিগত কীর্তিতে খুশি নন। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টিভি সঞ্চালক সঞ্জয় মঞ্জরেকরকে তিনি বললেন, ‘‘ব্যক্তিগত কীর্তির থেকে বেশি আনন্দ পেতাম দল জিতলে। অবশ্যই আজ জয়ীদের দলে থাকতে চেয়েছিলাম।’’ নিজের রেকর্ড নিয়েও তৃপ্ত নন তিনি। কোহলির মতে, তাঁর নজিরও ভেঙে যেতে পারে পরের কোনও আইপিএলে। তিনি বলেছেন, ‘‘রেকর্ড গড়া হয় ভাঙার জন্যই। হতে পারে পরে অন্য কারও মরসুমটা এর চেয়েও ভাল কাটল।’’ সানরাইজার্স হায়দরাবাদকে অভিনন্দন জানিয়েছেন তিনি। পাশাপাশি নিজের দলের বোলিং নিয়ে কিছুটা হতাশাও যেন প্রকাশ করে ফেলেছেন। কোহলি বলেছেন, ‘‘সানরাইজার্স জিতল কারণ ওদের বোলিং আক্রমণ খুব শক্তিশালী।’’ ম্যাচের পর ওয়ার্নার বলেছেন, ‘‘দুর্দান্ত দলগত পারফরম্যান্সে এই ট্রফি। এই দলকে নেতৃত্ব দিতে পারাটা সৌভাগ্যের। আমি ভাগ্যবান। সতীর্থদের কাছে অনেক সাহায্য ও সমর্থন পেয়েছি। নিজে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পেরেছি বলেও ভাল লাগছে। অধিনায়ক রান করলে দলের আত্মবিশ্বাস বেড়ে যায়।’’ সেই সঙ্গে ওয়ার্নার বলেছেন, ‘‘নিখুঁত ম্যাচ খেলতে গেলে নিজেদের মধ্যে বোঝাপড়াটা খুব জরুরি। আমাদের মধ্যে সেটা ছিল।’’ যুবরাজ সিংহ বলছেন, ‘‘বিশ্বকাপের পর এবার আইপিএল জিতলাম। দারুণ অনুভূতি।’’

No comments:

Post a Comment

Comments