Sunday, May 8, 2016

সাকিব-পঠানের হাফ সেঞ্চুরিতে গুজরাতের সামনে ১৫৯ রানের টার্গেট

টস জিতে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাট করতে পাঠিয়েছিল গুজরাত লায়ন্স। প্রথমে ব্যাট করে সাকিব ও পঠানের দুরন্ত ব্যাটিংয়ে ভর করে ১৫৮ রান তুলল কলকাতা।  আজও নারিনকে দলে রাখেনি কেকেআর। ঘরের মাঠে রায়নাদের বিরুদ্ধে জয় ধরে রাখাই লক্ষ্য এখন গম্ভীর বাহিনীর। যদিও ইডেনের পিচ বলছে আজ বোলারদের দিন। তা যাই হোক দলের কোনও পরিবর্তন আনছেন না গম্ভীর। উইনিংল কম্বিনেশন ভাঙতে চান না তিনি। উল্টোদিকে গুজরাত দলে একটিই পরিবর্তন করেছেন রায়না। প্রদীপ সাঙ্গওয়ানের জায়গায় এসেছেন তাম্বে।
• সাকিব ৬৬ রানে ও পঠান ৬৩ রানে অপরাজিত। 
• ২০ ওভারে কলকাতা ১৫৮/৪।
• ব্রাভোকে সাকিবের ছক্কা।
• শেষ ওভারে বল করছেন ডোয়েন ব্রাভো।
• ১৯ ওভারে কলকাতা ১৪৫/৪।
• সাকিবের জোড়া বাউন্ডারি।
• বাউন্ডারি হাঁকিয়ে সাকিবের হাফ সেঞ্চুরি।
•  ১৮ ওভারে কলকাতা ১৩৩/৪।
• এই ওভার থেকে এল ১৪ রান।
• ৪৬ রানে ব্যাট করছেন সাকিব।
• সাকিবের জোড়া ছক্কা।
• ১৭ ওভারে কলকাতা ১১৮/৪।
• ১০ রান এল এই ওভার থেকে।
• ১৬ ওভারে কলকাতা ১০৮/৪।
• এই ওভারে ১০ রান নিল কলকাতা।
• ইউসুফ পঠানের হাফ সেঞ্চুরি। ৩১ বলে করলেন ৫০।
• ব্রাভোকে সাকিবের ছক্কা।
• ২৪ রানে ব্যাট করছেন সাকিব।
• হাফ সেঞ্চুরির সামনে ইউসুফ পঠান। ৪৮ রানে ব্যাট করছেন ইউসুফ।
• ১৫ ওভারে কলকাতা ৯৮/৪।
• এই ওভার থেকে এল ১০ রান।
• জাদেজাকে পঠানের বাউন্ডারি।
• ১৪ ওভারে কলকাতা ৮৮/৪।
• এই ওভার থেকে এল ৫ রান।
• ১৩ ওভারে কলকাতা ৮৩/৪।
• এই ওভার থেকে এল ৯ রান।
• জাদেজাকে পঠানের বাউন্ডারি।
• ২০ রানে ব্যাট করছেন সাকিব আল হাসান ও ৩০ রানে ব্যাট করছেন ইউসুফ পঠান।
• ১২ ওভারে কলকাতা ৭৪/৪।
• এই ওভার থেকে এল ১০ রান।
• তাম্বেকে পঠান ও সাকিবের বাউন্ডারি।
• ১১ ওভারে কলকাতা ৬৪/৪।
• এই ওভার থেকে এল ৭ রান।
• জাদেজাকে পঠানের বাউন্ডারি।
• বল করতে এসেছেন জাদেজা।
• ১০ ওভারে কলকাতা ৫৭/৪।
• আবার বাউন্ডারি।
• শিভিল কৌশিককে পঠানের ওভার বাউন্ডারি।
• ৯ ওভারে কলকাতা ৪৩/৪।
• এই ওভার থেকে এল মাত্র ২ রান।
• ৮ ওভারে কলকাতা ৪১/৪।
• স্মিথকে  সাকিবের বাউন্ডারি।
• ৭ ওভারে কলকাতা ৩৩/৪।
• পাওার প্লে ওভারে কলকাতা নিতে পারল ২৮ রান হারাল ৪ উইকেট।
• ৬ ওভারে কলকাতা ২৮/৪।
• স্মিথকে পঠানের বাউন্ডারি।
• ব্যাট করতে এলেন ইউসুফ পঠান।
• এই ওভারে এল ৭ রান ও একটি উইকেট।
• স্লিপে রায়নার এক হাতে ক্যাচ।
• রায়নার অনবদ্য ক্যাচে স্মিথের বলে আউট সূর্যকুমার যাদব। করলেন মাত্র ১২ রান।
• আউট...
• ৫ ওভারে কলকাতা ২১/৩।
• মেডেন ওভার প্রবীন কুমারের।
• ৪ ওভারে কলকাতা ২১/৩।
• ব্যাট করতে এলেন সাকিব আল হাসান।
• কূলকার্নীর বলে কার্তিককে ক্যাচ দিয়ে আউট উথাপ্পা। করলেন ১৪ রান।
• আউট...
• কূলকার্নীকে উথাপ্পার বাউন্ডারি।
• ৩ ওভারে কলকাতা ১৭/২।
• মাত্র ২ রান এল এই উইকেটে।
•  ক্রিজে রয়েছেন রবিন উথাপ্পা।
• ব্যাট করতে এসেছেন সূর্যকুমার যাদব।
• কোনও রান না করেই ভুবনেশ্বর কুমারের বলে কার্তিককে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন মনীশ পাণ্ড্য।
• ব্যাট করতে এসেছেন মনীশ পাণ্ড্য।
• প্রবীন কুমারের বলে বোল্ড গৌতম গম্ভীর। করলেন মাত্র ৫ রান।
• আউট...
• ২ ওভারে কলকাতা ১৫/০।
• কূলকার্নীকে জোড়া বাউন্ডারি উথাপ্পার।
• বল করতে এসেছেন ধাওয়াল কূলকার্নী।
• ১ ওভারে কলকাতা ৫/০।
• বল করছেন প্রবীন কুমার।
• ব্যাট করতে এসেছেন গৌতম গম্ভীর ও রবিন উথাপ্পা।

No comments:

Post a Comment

Comments