আইপিএলের গত এক মাসের সেরা তিনজন করে ব্যাটসম্যান ও বোলার বেছে নিয়েছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার। সর্বকালের অন্যতম সেরা এ ওপেনারের সেরা তিন বোলারের তালিকায় রয়েছেন বাংলাদেশের তরুণ মুস্তাফিজুর রহমান। প্রথম ৯ ম্যাচে ১৩ উইকেট পাওয়া মুস্তাফিজ কাল অবশ্য নিজের ঝুলিতে কোন উইকেট যোগ করতে পারেননি, রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে ৪ ওভার বোলিং করে ২৬ রান দিয়ে ছিলেন উইকেটশুন্য। তবে তাঁর দল সানরাইজার্স হায়দরাবাদ জিতেছে ৪ রানে।উইকেট না পেলেও জয়ে মুস্তাফিজের ভূমিকা নেই যে তা নয়। ১৩৮ রানের লক্ষ্যে ব্যাট করা পুনের শেষ ২ ওভারে যখন প্রয়োজন ২২ রান। তখনি চতুর্থ ওভার করাতে দলের সেরা অস্ত্রকে নিয়ে এসেছিলেন ডেভিড ওয়ার্নার। মুস্তাফিজ কোন বাউন্ডারি ছাড়া ঐ ৬ বলে দিয়েছেন ৮ রান। তাতে পরের ৬ বলে ১৪ রান করার কঠিন লক্ষ্যে পড়ে যায় পুনে। ক্রিজে তখন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও তিসারা পেরেরা। চাপটা নিতে পারেননি এই দুজন। শেষ ওভারে দুজনই আউট হয়েছে। শেষ বলে দলকে জেতাতে অ্যাডাম জাম্পাকে ছয় মারতে হতো। কিন্তু তিনি পারেননি, উল্টো আউট হয়েছেন। শেষ পর্যন্ত ১৩৩ রানে থেমেছে তাদের ইনিংস। ধোনি রান আউট হওয়ার আগে ২০ বলে করেছেন ৩০ রান।এর আগে জাম্পার ঘুর্নিতে ঘায়েল হয়ে ৮ উইকেটে ১৩৭-এর বেশি করতে পারেনি সানরাইজার্স। জাম্পা ১৯ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। জবাবে আশীষ নেহরার ৩ উইকেট। জর্জ বেইলি ও রবিচন্দ্রন অশ্বীনের ব্যাটিংয়ে জয়ের পথে এগোচ্ছিল পুনে, কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের, ৮ উইকেটে শেষ পর্যন্ত ১৩৩ রান তাদের। ধোনি ২০ বলে করেছেন ৩০ রান। গাভাস্কারের তালিকার শীর্ষে কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল আর মুম্বাই ইন্ডিয়ানসের মিচেল ম্যাকক্লেনাঘন। দুজনই ১০ ম্যাচে পেয়েছেন ১৪টি করে উইকেট। ক্রিকইনফো
আইপিএলের
গত এক মাসের সেরা তিনজন করে ব্যাটসম্যান ও বোলার বেছে নিয়েছেন ভারতীয়
কিংবদন্তি সুনীল গাভাস্কার। সর্বকালের অন্যতম সেরা এ ওপেনারের সেরা তিন
বোলারের তালিকায় রয়েছেন বাংলাদেশের তরুণ মুস্তাফিজুর রহমান। প্রথম ৯ ম্যাচে
১৩ উইকেট পাওয়া মুস্তাফিজ কাল অবশ্য নিজের ঝুলিতে কোন উইকেট যোগ করতে
পারেননি, রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে ৪ ওভার বোলিং করে ২৬ রান
দিয়ে ছিলেন উইকেটশুন্য। তবে তাঁর দল সানরাইজার্স হায়দরাবাদ জিতেছে ৪ রানে।
উইকেট না পেলেও জয়ে মুস্তাফিজের ভূমিকা নেই যে তা নয়। ১৩৮ রানের লক্ষ্যে ব্যাট করা পুনের শেষ ২ ওভারে যখন প্রয়োজন ২২ রান। তখনি চতুর্থ ওভার করাতে দলের সেরা অস্ত্রকে নিয়ে এসেছিলেন ডেভিড ওয়ার্নার। মুস্তাফিজ কোন বাউন্ডারি ছাড়া ঐ ৬ বলে দিয়েছেন ৮ রান। তাতে পরের ৬ বলে ১৪ রান করার কঠিন লক্ষ্যে পড়ে যায় পুনে। ক্রিজে তখন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও তিসারা পেরেরা। চাপটা নিতে পারেননি এই দুজন। শেষ ওভারে দুজনই আউট হয়েছে। শেষ বলে দলকে জেতাতে অ্যাডাম জাম্পাকে ছয় মারতে হতো। কিন্তু তিনি পারেননি, উল্টো আউট হয়েছেন। শেষ পর্যন্ত ১৩৩ রানে থেমেছে তাদের ইনিংস। ধোনি রান আউট হওয়ার আগে ২০ বলে করেছেন ৩০ রান।
এর আগে জাম্পার ঘুর্নিতে ঘায়েল হয়ে ৮ উইকেটে ১৩৭-এর বেশি করতে পারেনি সানরাইজার্স। জাম্পা ১৯ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। জবাবে আশীষ নেহরার ৩ উইকেট। জর্জ বেইলি ও রবিচন্দ্রন অশ্বীনের ব্যাটিংয়ে জয়ের পথে এগোচ্ছিল পুনে, কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের, ৮ উইকেটে শেষ পর্যন্ত ১৩৩ রান তাদের। ধোনি ২০ বলে করেছেন ৩০ রান। গাভাস্কারের তালিকার শীর্ষে কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল আর মুম্বাই ইন্ডিয়ানসের মিচেল ম্যাকক্লেনাঘন। দুজনই ১০ ম্যাচে পেয়েছেন ১৪টি করে উইকেট। ক্রিকইনফো
- See more at: http://www.kalerkantho.com/print-edition/sports/2016/05/11/357153#sthash.ZYuKD8Xx.dpuf
উইকেট না পেলেও জয়ে মুস্তাফিজের ভূমিকা নেই যে তা নয়। ১৩৮ রানের লক্ষ্যে ব্যাট করা পুনের শেষ ২ ওভারে যখন প্রয়োজন ২২ রান। তখনি চতুর্থ ওভার করাতে দলের সেরা অস্ত্রকে নিয়ে এসেছিলেন ডেভিড ওয়ার্নার। মুস্তাফিজ কোন বাউন্ডারি ছাড়া ঐ ৬ বলে দিয়েছেন ৮ রান। তাতে পরের ৬ বলে ১৪ রান করার কঠিন লক্ষ্যে পড়ে যায় পুনে। ক্রিজে তখন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও তিসারা পেরেরা। চাপটা নিতে পারেননি এই দুজন। শেষ ওভারে দুজনই আউট হয়েছে। শেষ বলে দলকে জেতাতে অ্যাডাম জাম্পাকে ছয় মারতে হতো। কিন্তু তিনি পারেননি, উল্টো আউট হয়েছেন। শেষ পর্যন্ত ১৩৩ রানে থেমেছে তাদের ইনিংস। ধোনি রান আউট হওয়ার আগে ২০ বলে করেছেন ৩০ রান।
এর আগে জাম্পার ঘুর্নিতে ঘায়েল হয়ে ৮ উইকেটে ১৩৭-এর বেশি করতে পারেনি সানরাইজার্স। জাম্পা ১৯ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। জবাবে আশীষ নেহরার ৩ উইকেট। জর্জ বেইলি ও রবিচন্দ্রন অশ্বীনের ব্যাটিংয়ে জয়ের পথে এগোচ্ছিল পুনে, কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের, ৮ উইকেটে শেষ পর্যন্ত ১৩৩ রান তাদের। ধোনি ২০ বলে করেছেন ৩০ রান। গাভাস্কারের তালিকার শীর্ষে কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল আর মুম্বাই ইন্ডিয়ানসের মিচেল ম্যাকক্লেনাঘন। দুজনই ১০ ম্যাচে পেয়েছেন ১৪টি করে উইকেট। ক্রিকইনফো
- See more at: http://www.kalerkantho.com/print-edition/sports/2016/05/11/357153#sthash.ZYuKD8Xx.dpuf

No comments:
Post a Comment