দেখতে দেখতে আইপিএল-এর বয়স ৯-এ গড়াল। এই সময়ের মধ্যে মজার মজার সব নজির গড়েছে আইপিএল। সেই সব মজার তথ্যই রইল আপনাদের জন্য।
১) ক্রিকেটার সরফরাজ খানের যখন ১০ বছর বয়স, তখন আইপিএলে তাঁর আত্মপ্রকাশ ঘটে। সেই সরফরাজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের অন্যতম ভরসা।
২) আইপিএল-এ পীযূষ চাওলার দুরন্ত একটা রেকর্ড রয়েছে। এখনও পর্যন্ত ৩৬০ ওভারের বেশি বল করে ফেলেছেন পীযুষ। একবারও নো-বল করেননি তিনি।
৩) আইপিএলে সবচেয়ে বেশি অর্ধশতরান আর সবচেয়ে বেশি শূন্য রান করার মালিক কলকাতার অধিনায়ক গৌতম গম্ভীর।
৪) আইপিএলে পার্থিব প্যাটেল মোট ৬টা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেন। অশোক দিন্দা ৪টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেন। মনীষ পাণ্ডে ও রবিন উত্থাপ্পা মোট চারটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেন। মজার তথ্য হল, দল পরিবর্তন করলেও এই দু’জন সব সময় একই দলের হয়ে খেলে যাচ্ছেন।
৫) সুরেশ রায়না হলেন একমাত্র ক্রিকেটার যিনি আইপিএলে একই দলের হয়ে টুর্নামেন্টের সব ম্যাচ খেলেছেন। একটানা ১৪৩টি ম্যাচ খেলার পরে তিনি ছুটি নিয়েছেন। তিনি বাবা হবেন তাই হল্যান্ডে উড়ে গিয়েছেন বর্তমানে। এর আগে চেন্নাই সুপার কিংগসের হয়ে নাগাড়ে ১৩২টি খেলেছেন এি বাঁ হাতি ব্যাটসম্যান।নতুন দল গুজরাত লায়ন্সের হয়ে ১১টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে রায়নার।
১) ক্রিকেটার সরফরাজ খানের যখন ১০ বছর বয়স, তখন আইপিএলে তাঁর আত্মপ্রকাশ ঘটে। সেই সরফরাজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের অন্যতম ভরসা।
২) আইপিএল-এ পীযূষ চাওলার দুরন্ত একটা রেকর্ড রয়েছে। এখনও পর্যন্ত ৩৬০ ওভারের বেশি বল করে ফেলেছেন পীযুষ। একবারও নো-বল করেননি তিনি।
৩) আইপিএলে সবচেয়ে বেশি অর্ধশতরান আর সবচেয়ে বেশি শূন্য রান করার মালিক কলকাতার অধিনায়ক গৌতম গম্ভীর।
৪) আইপিএলে পার্থিব প্যাটেল মোট ৬টা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেন। অশোক দিন্দা ৪টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেন। মনীষ পাণ্ডে ও রবিন উত্থাপ্পা মোট চারটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেন। মজার তথ্য হল, দল পরিবর্তন করলেও এই দু’জন সব সময় একই দলের হয়ে খেলে যাচ্ছেন।
৫) সুরেশ রায়না হলেন একমাত্র ক্রিকেটার যিনি আইপিএলে একই দলের হয়ে টুর্নামেন্টের সব ম্যাচ খেলেছেন। একটানা ১৪৩টি ম্যাচ খেলার পরে তিনি ছুটি নিয়েছেন। তিনি বাবা হবেন তাই হল্যান্ডে উড়ে গিয়েছেন বর্তমানে। এর আগে চেন্নাই সুপার কিংগসের হয়ে নাগাড়ে ১৩২টি খেলেছেন এি বাঁ হাতি ব্যাটসম্যান।নতুন দল গুজরাত লায়ন্সের হয়ে ১১টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে রায়নার।

No comments:
Post a Comment