Wednesday, May 25, 2016

প্রতি মিনিটে আয় কত এই ক্রিকেটারদের?

এঁরা গোটা বিশ্বের বিস্ময়। ক্রিকেটমাঠে এঁদের খেলা দেখার জন্য সবাই অধীর আগ্রহে বসে থাকেন। জানেন কি প্রতি মিনিটে এই ক্রিকেটারদের আয় কত? একনজরে দেখে নেওয়া যাক পাঁচ ক্রিকেটারের প্রতি মিনিটে আয়। 


বিরাট কোহলি— সবাইকে ছাপিয়ে তিনিই এই তালিকায় সবথেকে ধনী। প্রতি মিনিটে কোহলির আয় প্রায় ৫,৮১১.২১ টাকা।
মহেন্দ্র সিংহ ধোনি— প্রতি মিনিটে ধোনির আয় ৩,৬৮৮.৩০ টাকা।
ক্রিস গেইল— বিতর্কিত ক্রিকেটার। প্রতি মিনিটে বিতর্ক তাড়া করে বেড়ায় তাঁকে। প্রতি মিনিটে ‘ক্যারিবিয়ান দৈত্য’র আয় ৯৫০.৩৪ টাকা।
এবি ডি’ ভিলিয়ার্স— বিধ্বংসী ব্যাটসম্যান এবি। প্রতি মিনিটে তাঁর আয় ৬৯৬.৭১ টাকা।
গৌতম গম্ভীর— কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক। প্রতি মিনিটে গম্ভীরের আয় ৬৩৩.১৫ টাকা।

No comments:

Post a Comment

Comments