কলকাতায় এক পশলা বৃষ্টি। সঙ্গে ঝড়। আকাশের মুখ ভার। রাজধানীতেও তাই। আর
তাতে কলকাতা নাইটরাইডার্স শিবিরে কিন্তু চিন্তা। দিল্লিতে খোঁজ নিয়ে জানা
যাচ্ছে, সেখানেও আকাশের মুখ গোমড়া। বৃষ্টির এক পূর্বাভাষ আছে।
কলকাতায় এক পশলা বৃষ্টি। সঙ্গে ঝড়। আকাশের মুখ ভার। রাজধানীতেও তাই। আর
তাতে কলকাতা নাইটরাইডার্স শিবিরে কিন্তু চিন্তা। দিল্লিতে খোঁজ নিয়ে জানা
যাচ্ছে, সেখানেও আকাশের মুখ গোমড়া। বৃষ্টির এক পূর্বাভাষ আছে। আর কলকাতা
নাইট রাইডার্স শিবির এই মুহূর্তে সানরাইজার্স হায়দরাবাদের থেকে দিল্লির
আবহাওয়া নিয়েই বেশি চিন্তিত।
গৌতম গম্ভীরের ঘরের মাঠে খেলা। গম্ভীর দিল্লিতে খেলতে খুব একটা পছন্দ করেন না। ভারতের প্রাক্তন এই ওপেনারের বক্তব্য, দিল্লিতে খেলা থাকলেই সবাই তাঁর কাছে টিকিট চায়। গম্ভীরের মাথায় এখন ঘুরছে অনম্য চিন্তা। আর তা হল দিল্লিতে যেন বরুণদেবতা না ঝরেন।
গৌতম গম্ভীরের ঘরের মাঠে খেলা। গম্ভীর দিল্লিতে খেলতে খুব একটা পছন্দ করেন না। ভারতের প্রাক্তন এই ওপেনারের বক্তব্য, দিল্লিতে খেলা থাকলেই সবাই তাঁর কাছে টিকিট চায়। গম্ভীরের মাথায় এখন ঘুরছে অনম্য চিন্তা। আর তা হল দিল্লিতে যেন বরুণদেবতা না ঝরেন।

No comments:
Post a Comment