Tuesday, May 10, 2016

মুস্তাফিজের রহস্য উন্মোচনের চেষ্টায় উইলিয়ামসন!

অফ কাটার-স্লোয়ারের কারণে ক্রিকেট পাড়ায় পরিচিত নাম মুস্তাফিজুর রহমান। তার কাটার তত্ত্ব উম্মোচনে গবেষণা চালিয়ে যাচ্ছেন ক্রিকেট গবেষকরা। এমনকি আন্তর্জাতিক মানের বোলাররা বার বারই সান্নিধ্য চাচ্ছেন একটু রহস্য শিখিয়ে নিতে। সবার প্রশ্ন কিভাবে পেস বলে কাটার ও স্লোয়ারের মিশ্রণ ঘটান মুস্তাফিজ। তবে এবার তার স্লোয়ার ডেলিভারি শিখতে দ্বারস্থ হয়েছেন সতীর্থ কেন উইলিয়ামসন। এবার সেই রহস্য উন্মোচনের চেষ্টা করছেন তিনি। সানরাইজার্সের টুইটার অ্যাকাউন্টে সোমবার প্রকাশিত ছবিতে বলা হয়েছে, মুস্তাফিজের কাছে স্লোয়ার শিখতে চেষ্টা করছেন কেন উইলিয়ামসন। সেই স্লোয়ারের পেছনের রহস্যই উদঘাটনে ব্যস্ত দেখা যাচ্ছে উইলিয়ামসনকে। যদিও সেই পোস্টে আরও উল্লেখ করা হয়েছে অনেক রহস্যের মতো হয়তো এটাও রহস্য হিসেবেই থাকবে!
অফ কাটার-স্লোয়ারের কারণে ক্রিকেট পাড়ায় পরিচিত নাম মুস্তাফিজুর রহমান। তার কাটার তত্ত্ব উম্মোচনে গবেষণা চালিয়ে যাচ্ছেন ক্রিকেট গবেষকরা। এমনকি আন্তর্জাতিক মানের বোলাররা বার বারই সান্নিধ্য চাচ্ছেন একটু রহস্য শিখিয়ে নিতে। সবার প্রশ্ন কিভাবে পেস বলে কাটার ও স্লোয়ারের মিশ্রণ ঘটান মুস্তাফিজ। তবে এবার তার স্লোয়ার ডেলিভারি শিখতে দ্বারস্থ হয়েছেন সতীর্থ কেন উইলিয়ামসন।
এবার সেই রহস্য উন্মোচনের চেষ্টা করছেন তিনি। সানরাইজার্সের টুইটার অ্যাকাউন্টে সোমবার প্রকাশিত ছবিতে বলা হয়েছে, মুস্তাফিজের কাছে স্লোয়ার শিখতে চেষ্টা করছেন কেন উইলিয়ামসন। সেই স্লোয়ারের পেছনের রহস্যই উদঘাটনে ব্যস্ত দেখা যাচ্ছে উইলিয়ামসনকে। যদিও সেই পোস্টে আরও উল্লেখ করা হয়েছে অনেক রহস্যের মতো হয়তো এটাও রহস্য হিসেবেই থাকবে! - See more at: http://www.manobkantha.com/2016/05/09/125003.php#sthash.AtI49b8k.dpuf

No comments:

Post a Comment

Comments