Tuesday, May 10, 2016

সানরাইজার্সের দুরন্ত পেস আক্রমণ

আইপিলে আজ মঙ্গলবার মুখোমুখি হচ্ছে রাইজিং পুনে সুপারজায়ান্টস ও সানরাইজার্স হায়দারাবাদ। আর নিজেদের একাদশ ম্যাচে মাঠে নামার আগে ধোনির নেতৃত্বাধীন রাইজিং পুনেকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে প্রতিপক্ষের দুই পেসার আশিস নেহরা ও মুস্তাফিজুর রহমানের বিধ্বংসী ফর্ম। শনিবার এই দু’জনের আগুনে বোলিংয়েই ছারখার হয়ে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। বিশেষ করে বাংলাদেশের উদীয়মান তারকা মুস্তাফিজুরকে দেখে খেলার জন্য দলকে সতর্ক করে দিয়েছেন ধোনি।
আইপিএলে এখনও পর্যন্ত সবচেয়ে নজরকাড়া বোলার মুস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দারাবাদের হয়ে ৯ ম্যাচ খেলে তিনি নিয়েছেন ১৩ উইকেট। তার মধ্যে গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন মুস্তাফিজুর। তাঁর সঙ্গে তাল মিলিয়ে নেহরাও নেন ৩ উইকেট। তবে এই মুহূর্তে আইপিএলে ‘এক্স ফ্যাক্টর’ হয়ে দাঁড়িয়েছেন বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর। আইপিলে দিন যত গড়াচ্ছে ততই নিজেকে নতুন করে মেলে ধরছেন মুস্তাফিজ। তাই তাঁর বোলিংই এখন বেশি ভাবাচ্ছে ক্যাপ্টেন কুল ধোনিকে। মাহি তাই দলের ব্যাটসম্যানদের সতর্ক করে দিয়ে বলেছেন, ‘মুস্তাফিজুর অসাধারণ বোলিং করছে। একার হাতেই একটা ম্যাচের ভবিষ্যৎ গড়ে দেওয়ার ক্ষমতা রয়েছে ওর। তাই ওকে আমাদের দেখে খেলতে হবে।’ আইপিলের এবারের আসরে শুরুটা ভালো না হলেও দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে সানরাইজার্স হায়দারাবাদ। তাদের ঝুলিতে এখন ৯ ম্যাচে ১২ পয়েন্ট। বোলারদের পাশাপাশি তাদের ব্যাটসম্যানরাও রয়েছেন ফর্মের তুঙ্গে। ওয়ার্নার ৯ ম্যাচে করে ফেলেছেন ৪৫৮ রান। শিখর ধাওয়ানও ফর্ম ফিরে পেয়ে ৯টি ম্যাচে করেছেন ৩১০ রান। যুবরাজ দীর্ঘ চোট সারিয়ে সম্প্রতি দলে ফিরেছেন। প্রথম ম্যাচে সুবিধা করতে না পারলেও গত ম্যাচে ৩৯ রানের ইনিংস খেলেছেন যুবি। সব মিলিয়ে মঙ্গলবারও জয়ের ব্যাপারে দারুণ আশাবাদী ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দলটি। অন্যদিকে, রাইজিং পুনে সুপারজায়ান্টসের শোচনীয় অবস্থা। ১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে পুনে শিবির। মাত্র ৩ ম্যাচে জয়ের মুখ দেখেছেন ধোনিরা।

No comments:

Post a Comment

Comments