অনেকেই হয়তো বলবেন বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যেভাবে
এক রানে ম্যাচটা ছিনিয়ে নিয়েছে কিংগস ইলেভেন পঞ্জাবের হাতের মুঠো থেকে,
তাতে দলের মালকিন হিসেবে রেগে যাওয়াটাই তো স্বাভাবিক ব্যাপার।
ক্ষিপ্ত প্রীতি জিন্টা। কিন্তু কেন?
অনেকেই হয়তো বলবেন বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যেভাবে এক রানে ম্যাচটা ছিনিয়ে নিয়েছে কিংগস ইলেভেন পঞ্জাবের হাতের মুঠো থেকে, তাতে দলের মালকিন হিসেবে রেগে যাওয়াটাই তো স্বাভাবিক ব্যাপার।
সোমবার ঘরের মাঠে খেলতে নেমেছিল কিংগস ইলেভেন পঞ্জাব। আর দলকে সমর্থন করতে মাঠে এসেছিলেন কিংগস ইলেভেনর মালকিন প্রীতি জিন্টা। প্রবল লড়েও ম্যাচটা আর ধরে রাখতে পারেনি কিংগস ইলেভেন। শেষ হাসি হাসেন বিরাট কোহলি।
প্রীতির ক্ষোভের কারণ কিন্তু অন্য। প্রিয় দলকে সমর্থন করতে এসে প্রীতি জিন্টা কিংগস ইলেভেনের জার্সি ছুড়ে দিচ্ছিলেন গ্যালারিতে। সেখানে কিংগস ইলেভেন পঞ্জাবের প্রচুর সমর্থক। এখানেই ঘটে যায় বিপত্তি। এক ভক্ত বেশ কয়েকবার ফেন্স টপকে বাউন্ডারি এবং স্টেডিয়ামের মধ্যে যে জায়গা থাকে, সেখানে প্রবেশ করার চেষ্টা করছিলেন। বেশ কয়েকবার ভক্তটিকে ভালভাবে বোঝানোর চেষ্টা করা হয়। তাতে লাভের লাভ হয়নি। এবং তখনই মেজাজ হারিয়ে ফেলেন প্রীতি জিন্টা। আঙুল তুলে ওই ভক্তটিকে সাবধান করে দেন কিংগস ইলেভেন মালকিন।
ক্ষিপ্ত প্রীতি জিন্টা। কিন্তু কেন?
অনেকেই হয়তো বলবেন বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যেভাবে এক রানে ম্যাচটা ছিনিয়ে নিয়েছে কিংগস ইলেভেন পঞ্জাবের হাতের মুঠো থেকে, তাতে দলের মালকিন হিসেবে রেগে যাওয়াটাই তো স্বাভাবিক ব্যাপার।
সোমবার ঘরের মাঠে খেলতে নেমেছিল কিংগস ইলেভেন পঞ্জাব। আর দলকে সমর্থন করতে মাঠে এসেছিলেন কিংগস ইলেভেনর মালকিন প্রীতি জিন্টা। প্রবল লড়েও ম্যাচটা আর ধরে রাখতে পারেনি কিংগস ইলেভেন। শেষ হাসি হাসেন বিরাট কোহলি।
প্রীতির ক্ষোভের কারণ কিন্তু অন্য। প্রিয় দলকে সমর্থন করতে এসে প্রীতি জিন্টা কিংগস ইলেভেনের জার্সি ছুড়ে দিচ্ছিলেন গ্যালারিতে। সেখানে কিংগস ইলেভেন পঞ্জাবের প্রচুর সমর্থক। এখানেই ঘটে যায় বিপত্তি। এক ভক্ত বেশ কয়েকবার ফেন্স টপকে বাউন্ডারি এবং স্টেডিয়ামের মধ্যে যে জায়গা থাকে, সেখানে প্রবেশ করার চেষ্টা করছিলেন। বেশ কয়েকবার ভক্তটিকে ভালভাবে বোঝানোর চেষ্টা করা হয়। তাতে লাভের লাভ হয়নি। এবং তখনই মেজাজ হারিয়ে ফেলেন প্রীতি জিন্টা। আঙুল তুলে ওই ভক্তটিকে সাবধান করে দেন কিংগস ইলেভেন মালকিন।
No comments:
Post a Comment