Tuesday, May 10, 2016

ভে‌ট্টরিকে কোচ হিসেবে চাইছেন কোহলি

তিনি এই মুহূর্তে আই পি এলে র‌য়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর এবং বিগ ব্যাশে ব্রিসবেন হিটের কোচ। দুই দায়িত্বই দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন। এবার ড্যানিয়েল ভেট্টরির কাঁধে আরও বড় দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিলেন বিরাট কোহলি। কী সেই দায়িত্ব?‌ ভেট্টরিকে ভারতের কোচের দায়িত্ব দেওয়া হোক, এমনটাই চাইছেন কোহলি। হঠাৎ করে সবাইকে বাদ দিয়ে ভেট্টরি কেন?‌ রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোরে ভেট্টরির কোচিংয়ে খেলছেন কোহলি। নিউজিল্যান্ডের প্রাক্তন এই বোলারের সঙ্গে কাজ করে দারুণ খুশি তিনি। রবি শাস্ত্রীর চুক্তি শেষের পর, ভারতীয় দলের হেড-‌কোচের আসন শূন্য। সেই শূন্য আসন ভরাট করার পক্ষে ভেট্টরি আদর্শ ব্যক্তি হতে পারেন, এমনই মত কোহলির। একটি ঘনিষ্ঠ সূত্রের দাবি, ইতিমধ্যেই ভেট্টরিকে নিয়ে নিজের অভিমত জানিয়েছেন কোহলি। তবে বোর্ডের পক্ষ থেকে এই প্রস্তাব নিয়ে হ্যাঁ, না কোনও কিছুই বলা হয়নি। ২০১৬-‌র জুন থেকে ২০১৭-‌র মার্চ পর্যন্ত ১৮টি টেস্ট ম্যাচ খেলবে ভারত। তাই চটজলদি ভারতীয় কোচের নাম ঘোষণা করতেই হবে বি সি সি আই-‌কে। সেক্ষেত্রে টেস্ট দলের অধিনায়কের প্রস্তাব শুনবে‌ন নাকি নতুন কোনও নামের কথা ভাববেন বোর্ড কর্তারা, তা নিয়ে আপাতত ধোঁয়াশা রয়েছে।‌

No comments:

Post a Comment

Comments