পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদির মেয়ে আসমারা মারা গিয়েছে৷ এই খবর ও সঙ্গে কয়েকটি ছবি গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল৷ এমনকী একটি ছবিতে দেখা যায়, মৃতদেহ কাঁধে এগিয়ে চলেছেন আফ্রিদি৷ যাঁরা খবরটিকে সত্যি বলে জানেন, তাঁদের জানানো হচ্ছে, এমন কোনও ঘটেনি৷ এই ঘটনার কোনও সত্যতা নেই৷
মনে প্রশ্ন আসতে পারে, তাহলে ছবিতে কার মৃতদেহ বইতে দেখা যাচ্ছে পাক তারকাকে? একটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ছবিটি ২০১১ সালের৷ তাঁর বাবার মৃত্যুর পরে ছবিটি তোলা হয়েছিল৷ এবার প্রশ্ন হল, হাসপাতালে যে মেয়েটির পাশে আফ্রিদি দাঁড়িয়ে আছেন, সে কে? সে পাক ক্রিকেটারের মেয়ে আসমারা৷
টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যেই দাঁতে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে৷ সেমিফাইনালের আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে যায় পাকিস্তান৷ তারপরই মেয়ের সঙ্গে দেখা করতে যান তিনি৷ ছোট্ট অস্ত্রোপচারের পরই সুস্থ হয়ে ওঠে আসমারা৷ তাঁর মেয়ের পাশে থাকার জন্য সমর্থকদের টুইটারে ধন্যবাদও জানিয়েছিলেন তিনি৷ পরবর্তী কালে একটি মেয়ের ছবি ভাইরাল হয়৷ সাদা চাদরে জড়ানো ফুল দিয়ে সাজানো ছিল সেই মেয়েটির দেহ৷ এই মেয়েটির সঙ্গে আসমারার মুখের সাদৃশ্য থাকলেও সে আফ্রিদি কন্যা নয়৷ এখানেই মানুষের মনে সংশয় তৈরি হয়৷
এমন খবর ভাইরাল হওয়ায় বিরক্ত হয়েছেন বুমবুমও৷ যদিও টুইটারে এই বিষয়ে কোনও পোস্ট করেননি তিনি৷
কোনও ছবি পোস্ট করার আগে আরও একবার ঘটনার সত্যতা যাচাই করে নেওয়াই ভাল নয় কি? 
No comments:
Post a Comment