চলতি আইপিএলের চমকের নাম মুস্তাফিজ। তার বোলিং তেজের কারণে সানরাইজার্স হায়দরাবাদের সামনে কেউ দাঁড়াতেই পারছে না। মুস্তাফিজের এমন পারফরম্যান্সে সবাই যখন খুশি তখন নিউজিল্যান্ডের বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্ট হতাশ।কারণ একটাই, মুস্তাফিজের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে সাইডলাইনে থাকতে হচ্ছে তাকে। তবে অনেকটা হতাশ হলেও মুস্তাফিজের প্রশংসা করলেন তিনি।২০১৫ সালে আইপিএল-এর নিলামে ৫ লাখ ৬০ হাজার ডলারে ট্রেন্ট বোল্টকে কিনে নেয় সানরাইজার্স। এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর পূর্ণ না করার আগে সবার দৃষ্টি কেড়ে নেয়া মুস্তাফিজকে ২০১৬ সালে মাত্র ২ লাখ ১০ হাজার ডলারে দলে ভিড়ায়। কিন্তু এই বাঁ-হাতি কাটার মাস্টারের কারণে এবার মাঠে নামার ভাগ্য হলো না কিউই পেসারের।অনেকটা হতাশ হয়ে বোল্ট বলেন, ‘বিদেশী চার জন খেলোয়াড়কে দলে নেয়া এক ধরনের বাহানা। আমি আশা করি, টুর্নামেন্টের শেষের দিকে আমাকে সুযোগ দেয়া হবে। আমি মনে করি, এটা খেলার প্রকৃতি, দলের যাকে দরকার তাকে নেবে।’মুস্তাফিজের সম্পর্কে বোল্ট বলেন, ‘তার ভালো দক্ষতা আছে। ভালো মানের কাটার ও পেস আছে এবং গতি পরিবর্তন করে তিনি তার কাটার প্রয়োগ করেন….যা খেলা অনেকটা কঠিন। তার ইয়র্কারও আছে। আমি মনে করি, তিনি ঠিক পথেই আছেন।’মুস্তাফিজ শেষ ম্যাচে গুজরাটের বিপক্ষেও বল হাতে দাপট দেখিয়েছেন। ২৪ বলে মাত্র ১৭ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন। তার দল জিতেছে ৫ উইকেটের ব্যবধানে।
- See more at: http://www.bdmorning.com/headlines/100268#sthash.pL7vG5Hk.dpuf
- See more at: http://www.bdmorning.com/headlines/100268#sthash.pL7vG5Hk.dpuf
- See more at: http://www.bdmorning.com/headlines/100268#sthash.pL7vG5Hk.dpuf
- See more at: http://www.bdmorning.com/headlines/100268#sthash.pL7vG5Hk.dpuf
চলতি
আইপিএলের চমকের নাম মুস্তাফিজ। তার বোলিং তেজের কারণে সানরাইজার্স
হায়দরাবাদের সামনে কেউ দাঁড়াতেই পারছে না। মুস্তাফিজের এমন পারফরম্যান্সে
সবাই যখন খুশি তখন নিউজিল্যান্ডের বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্ট হতাশ।কারণ
একটাই, মুস্তাফিজের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে সাইডলাইনে থাকতে হচ্ছে
তাকে। তবে অনেকটা হতাশ হলেও মুস্তাফিজের প্রশংসা করলেন তিনি।
২০১৫ সালে আইপিএল-এর নিলামে ৫ লাখ ৬০
হাজার ডলারে ট্রেন্ট বোল্টকে কিনে নেয় সানরাইজার্স। এদিকে আন্তর্জাতিক
ক্রিকেটে এক বছর পূর্ণ না করার আগে সবার দৃষ্টি কেড়ে নেয়া মুস্তাফিজকে ২০১৬
সালে মাত্র ২ লাখ ১০ হাজার ডলারে দলে ভিড়ায়। কিন্তু এই বাঁ-হাতি কাটার
মাস্টারের কারণে এবার মাঠে নামার ভাগ্য হলো না কিউই পেসারের।
অনেকটা হতাশ হয়ে বোল্ট বলেন, ‘বিদেশী চার
জন খেলোয়াড়কে দলে নেয়া এক ধরনের বাহানা। আমি আশা করি, টুর্নামেন্টের শেষের
দিকে আমাকে সুযোগ দেয়া হবে। আমি মনে করি, এটা খেলার প্রকৃতি, দলের যাকে
দরকার তাকে নেবে।’
মুস্তাফিজের সম্পর্কে বোল্ট বলেন, ‘তার
ভালো দক্ষতা আছে। ভালো মানের কাটার ও পেস আছে এবং গতি পরিবর্তন করে তিনি
তার কাটার প্রয়োগ করেন….যা খেলা অনেকটা কঠিন। তার ইয়র্কারও আছে। আমি মনে
করি, তিনি ঠিক পথেই আছেন।’
মুস্তাফিজ শেষ ম্যাচে গুজরাটের বিপক্ষেও
বল হাতে দাপট দেখিয়েছেন। ২৪ বলে মাত্র ১৭ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন।
তার দল জিতেছে ৫ উইকেটের ব্যবধানে।
চলতি
আইপিএলের চমকের নাম মুস্তাফিজ। তার বোলিং তেজের কারণে সানরাইজার্স
হায়দরাবাদের সামনে কেউ দাঁড়াতেই পারছে না। মুস্তাফিজের এমন পারফরম্যান্সে
সবাই যখন খুশি তখন নিউজিল্যান্ডের বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্ট হতাশ।কারণ
একটাই, মুস্তাফিজের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে সাইডলাইনে থাকতে হচ্ছে
তাকে। তবে অনেকটা হতাশ হলেও মুস্তাফিজের প্রশংসা করলেন তিনি।
২০১৫ সালে আইপিএল-এর নিলামে ৫ লাখ ৬০
হাজার ডলারে ট্রেন্ট বোল্টকে কিনে নেয় সানরাইজার্স। এদিকে আন্তর্জাতিক
ক্রিকেটে এক বছর পূর্ণ না করার আগে সবার দৃষ্টি কেড়ে নেয়া মুস্তাফিজকে ২০১৬
সালে মাত্র ২ লাখ ১০ হাজার ডলারে দলে ভিড়ায়। কিন্তু এই বাঁ-হাতি কাটার
মাস্টারের কারণে এবার মাঠে নামার ভাগ্য হলো না কিউই পেসারের।
অনেকটা হতাশ হয়ে বোল্ট বলেন, ‘বিদেশী চার
জন খেলোয়াড়কে দলে নেয়া এক ধরনের বাহানা। আমি আশা করি, টুর্নামেন্টের শেষের
দিকে আমাকে সুযোগ দেয়া হবে। আমি মনে করি, এটা খেলার প্রকৃতি, দলের যাকে
দরকার তাকে নেবে।’
মুস্তাফিজের সম্পর্কে বোল্ট বলেন, ‘তার
ভালো দক্ষতা আছে। ভালো মানের কাটার ও পেস আছে এবং গতি পরিবর্তন করে তিনি
তার কাটার প্রয়োগ করেন….যা খেলা অনেকটা কঠিন। তার ইয়র্কারও আছে। আমি মনে
করি, তিনি ঠিক পথেই আছেন।’
মুস্তাফিজ শেষ ম্যাচে গুজরাটের বিপক্ষেও
বল হাতে দাপট দেখিয়েছেন। ২৪ বলে মাত্র ১৭ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন।
তার দল জিতেছে ৫ উইকেটের ব্যবধানে।
চলতি
আইপিএলের চমকের নাম মুস্তাফিজ। তার বোলিং তেজের কারণে সানরাইজার্স
হায়দরাবাদের সামনে কেউ দাঁড়াতেই পারছে না। মুস্তাফিজের এমন পারফরম্যান্সে
সবাই যখন খুশি তখন নিউজিল্যান্ডের বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্ট হতাশ।কারণ
একটাই, মুস্তাফিজের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে সাইডলাইনে থাকতে হচ্ছে
তাকে। তবে অনেকটা হতাশ হলেও মুস্তাফিজের প্রশংসা করলেন তিনি।
২০১৫ সালে আইপিএল-এর নিলামে ৫ লাখ ৬০
হাজার ডলারে ট্রেন্ট বোল্টকে কিনে নেয় সানরাইজার্স। এদিকে আন্তর্জাতিক
ক্রিকেটে এক বছর পূর্ণ না করার আগে সবার দৃষ্টি কেড়ে নেয়া মুস্তাফিজকে ২০১৬
সালে মাত্র ২ লাখ ১০ হাজার ডলারে দলে ভিড়ায়। কিন্তু এই বাঁ-হাতি কাটার
মাস্টারের কারণে এবার মাঠে নামার ভাগ্য হলো না কিউই পেসারের।
অনেকটা হতাশ হয়ে বোল্ট বলেন, ‘বিদেশী চার
জন খেলোয়াড়কে দলে নেয়া এক ধরনের বাহানা। আমি আশা করি, টুর্নামেন্টের শেষের
দিকে আমাকে সুযোগ দেয়া হবে। আমি মনে করি, এটা খেলার প্রকৃতি, দলের যাকে
দরকার তাকে নেবে।’
মুস্তাফিজের সম্পর্কে বোল্ট বলেন, ‘তার
ভালো দক্ষতা আছে। ভালো মানের কাটার ও পেস আছে এবং গতি পরিবর্তন করে তিনি
তার কাটার প্রয়োগ করেন….যা খেলা অনেকটা কঠিন। তার ইয়র্কারও আছে। আমি মনে
করি, তিনি ঠিক পথেই আছেন।’
মুস্তাফিজ শেষ ম্যাচে গুজরাটের বিপক্ষেও
বল হাতে দাপট দেখিয়েছেন। ২৪ বলে মাত্র ১৭ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন।
তার দল জিতেছে ৫ উইকেটের ব্যবধানে।
চলতি
আইপিএলের চমকের নাম মুস্তাফিজ। তার বোলিং তেজের কারণে সানরাইজার্স
হায়দরাবাদের সামনে কেউ দাঁড়াতেই পারছে না। মুস্তাফিজের এমন পারফরম্যান্সে
সবাই যখন খুশি তখন নিউজিল্যান্ডের বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্ট হতাশ।কারণ
একটাই, মুস্তাফিজের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে সাইডলাইনে থাকতে হচ্ছে
তাকে। তবে অনেকটা হতাশ হলেও মুস্তাফিজের প্রশংসা করলেন তিনি।
২০১৫ সালে আইপিএল-এর নিলামে ৫ লাখ ৬০
হাজার ডলারে ট্রেন্ট বোল্টকে কিনে নেয় সানরাইজার্স। এদিকে আন্তর্জাতিক
ক্রিকেটে এক বছর পূর্ণ না করার আগে সবার দৃষ্টি কেড়ে নেয়া মুস্তাফিজকে ২০১৬
সালে মাত্র ২ লাখ ১০ হাজার ডলারে দলে ভিড়ায়। কিন্তু এই বাঁ-হাতি কাটার
মাস্টারের কারণে এবার মাঠে নামার ভাগ্য হলো না কিউই পেসারের।
অনেকটা হতাশ হয়ে বোল্ট বলেন, ‘বিদেশী চার
জন খেলোয়াড়কে দলে নেয়া এক ধরনের বাহানা। আমি আশা করি, টুর্নামেন্টের শেষের
দিকে আমাকে সুযোগ দেয়া হবে। আমি মনে করি, এটা খেলার প্রকৃতি, দলের যাকে
দরকার তাকে নেবে।’
মুস্তাফিজের সম্পর্কে বোল্ট বলেন, ‘তার
ভালো দক্ষতা আছে। ভালো মানের কাটার ও পেস আছে এবং গতি পরিবর্তন করে তিনি
তার কাটার প্রয়োগ করেন….যা খেলা অনেকটা কঠিন। তার ইয়র্কারও আছে। আমি মনে
করি, তিনি ঠিক পথেই আছেন।’
মুস্তাফিজ শেষ ম্যাচে গুজরাটের বিপক্ষেও
বল হাতে দাপট দেখিয়েছেন। ২৪ বলে মাত্র ১৭ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন।
তার দল জিতেছে ৫ উইকেটের ব্যবধানে।

No comments:
Post a Comment