Thursday, May 5, 2016

আইপিএল এ ওরা তিন অধিনায়ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) এবারের আসরে এখনো পর্যন্ত সেরা অধিনায়ক বলা হচ্ছে তিনজনকে। কারণ দলকে জয়ের মুখ দেখাতে নিজেকে বিলিয়ে দিচ্ছেন তারা। শেষ পর্যন্ত সেটা সম্ভব হচ্ছে কিনা, সেটা না হয় বাদ দিলাম। কিন্তু মাঠে যখন তারা নামেন অধিনায়কের মতোই কাজ করেন।

নবম আসরের সেরা তিন অধিনায়ক মানা হচ্ছে সানরাইজ হায়দরাবাদের ডেভিড ওয়ার্নার, র‍্যয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরাট কোহলি ও মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা।



ডেভিড ওয়ার্নার :
আইপিএলের প্রথম ম্যাচ থেকেই কথা বলছে তার ব্যাট। র‍্যয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে ৪৫ রানে হারলেও ব্যাট হাতে ডেভিড ওয়ার্নার ছিলেন উজ্জ্বল। চার-ছক্কার ফুলঝুরি উড়িয়ে ২৪ বলে করেন ৫৮ রান।

সাত ম্যাচে তার হাফ সেঞ্চুরি পাঁচটি। আইপিএলে টানা পাঁচ ইনিংসে কোন অধিনায়ক হিসেবে পাঁচ হাফ সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান তিনি।

সেরা সংগ্রহ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৫৯ রানে ৯০ রান। মোট সংগ্রহ ৩৮৬ রান। গড় ৭৭.২০ এবং স্ট্রাইকরেট ১৬৮.৫৫।

সাত ম্যাচে চারটিতে জয়লাভ করে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে ওয়ার্নারের সানরাইজ হায়দরাবাদ।

বিরাট কোহলি :
দল জিতুক আর নাই জিতুক বিরাট কোহলি মাঠে এলেই দলের সংগ্রহ তরতর করে বাড়তে থাকে। তবে দুঃখের কথা হলো, দল হারায় তার সাফল্য বিফলে যায়। সাত ম্যাচে তার দল জয়ের দেখা পেয়েছে মাত্র দুইবার।

কিন্তু তার সংগ্রহ ৪৩৩ রান। গড় ৭২.১৬। স্ট্রাইকরেট ১৩৭.০২।

সর্বোচ্চ সেঞ্চুরি গুজরাট লায়ন্সের বিপক্ষে। ৬৩ বলে ১১ বাউন্ডারি ও এক ছক্কায় এই ইনিংস গড়েন তিনি। তবে ওই ম্যাচে ৬ উইকেটে জয় পায় গুজরাট। বিফলে যায় কোহলির সেঞ্চুরি।

কোহলি হাফ সেঞ্চুরি করেছেন চারটি।

আইপিএলে এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলিই।

রোহিত শর্মা :
মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা ব্যাট হাতে বরাবরই বিধ্বংসী। নয় ম্যাচে তার সংগ্রহ ৩৮৩ রান। গড় ৬৩.৮৩। স্ট্রাইকরেট ১৩৭.২৭।

হাফসেঞ্চুরি পাঁচটি। সর্বোচ্চ ৮৫ রান রাইজিং পুনের বিপক্ষে। তার ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে ৮ উইকেটে জয় পায় মুম্বাই।

নয় ম্যাচে পাঁচটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে রোহিতের মুম্বাই।

সূত্র : ক্রিকইনফো

No comments:

Post a Comment

Comments