Thursday, May 5, 2016

বিশ্ব ক্রিকেটের দশ অদ্ভুত বোলিং অ্যাকশান

তাঁর সম্পর্কে একটা কথা এখন কান পাতলেই শোনা যায়। তিনি নাকি বল করার সময় মিড অফের ফিল্ডারের সঙ্গে কথা বলে বল করতে পারেন। এতটাই অদ্ভুত শিবিল কৌশিকের বোলিং অ্যাকশান। গুজরাত লায়ন্সের এই বাঁহাতি স্পিনার এটাও স্বীকার করেছেন যে, কোন বল কোন দিকে কতটা বাঁক নেবে তা তিনিও ঠিক মতো বুঝতে পারেন না। এ বারের আইপিএলে অন্যতম সফল বোলার তিনি। সাফল্যের সঙ্গে সঙ্গে তাঁর অদ্ভুত বোলিং অ্যাকশানও এখন অন্যতম আলোচনার বিষয়। তবে কৌশিকই প্রথম নন যাঁর অদ্ভুত অ্যাকশান আলোচনায় এসেছে। এক নজরে দেখে নেওয়া যাক বিশ্ব ক্রিকেটের এমনই দশ বিচিত্র অ্যাকশানের বোলারদের।











     

No comments:

Post a Comment

Comments