Wednesday, May 11, 2016

প্রভাকরের মুখেও মুস্তাফিজের প্রশংসা

এখন মাতাচ্ছেন তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। সব কিছু ঠিকঠাক থাকলে কয়দিন পর অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি আসর বিগ ব্যাশও মাতাবেন তিনি।সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে দলের কোচ, অধিনায়ক ও সতীর্থরা বেশ উচ্ছ্বসিত।সেইসঙ্গে কিংবদন্তি ক্রিকেটাররাও তার প্রশংসায় পঞ্চমুখ। জ্যাক ক্যালিস ও মুত্তিয়া মুরালিধরনের পর এবার ভারতীয় সাবেক মিডিয়াম পেসার মনোজ প্রভাকরও মুস্তাফিজের প্রশংসায় মেতেছেন।বাংলাদেশের তরুণ এই বাঁহাতির কব্জির অসাধারণ ব্যবহার দেখে দারুণ মুগ্ধ তিনি।বাংলাদেশের বোলিং বিস্ময়ের প্রশংসা করে প্রভাকর বলেন, মুস্তাফিজ ইয়র্কার ও কাটার সব কিছুই দারুণভাবে আয়ত্ত করেছে। তার কব্জির ব্যবহার আমাকে খুবই মুগ্ধ করে। এই ধারাবাহিকতা ধরে রাখলে ভবিষ্যতে তাকে আটকানো মুশকিল হয়ে যাবে।মুস্তাফিজের সুইংয়েরও প্রশংসা করেন এই ভারতীয় সাবেক পেসার, মুস্তাফিজ সুইংটাকে একেবারে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। তা ছাড়া তার অ্যাকশনটাও বেশ ক্লিন। এটা আমার কাছে খুবই অসাধারণ লেগেছে।আইপিএলে ১০ ম্যাচ খেলে এখন পর্যন্ত মুস্তাফিজ নিয়েছেন ১৩টি উইকেট। সেই সঙ্গে তার ইকোনমি রেটটাও নজর কাড়া। মাত্র ৬.১৮। এবার আইপিএলে ১০ ওভার বল করেছেন তাদের মধ্যে মুস্তাফিজই এখন পর্যন্ত সবচেয়ে মিতব্যয়ী বোলার।ফলে মুস্তাফিজের নিয়ে যে ঘরোয়া টি-টোয়েন্টি লিগগুলোর আগ্রহ থাকবে, তাতে অবাক হওয়ার কিছুই নেই। যে কারণে তাকে নিয়ে বিগ ব্যাশেও টানাটানি।এখন পর্যন্ত বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসানই খেলেছেন বিগ ব্যাশ লিগে। সব কিছু ঠিক থাকলে এবার সে কাতারে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে মুস্তাফিজ মাতাবে বিগ ব্যাশ। 

No comments:

Post a Comment

Comments