Monday, May 9, 2016

খেতাবি লড়াই এখন বার্সা-রিয়ালের মধ্যে

২০০৯-এর সেই মরসুমে এস্পানলের বিরুদ্ধে শেষ ম্যাচে বার্সার ড্রয়ে লা লিগা খেতাব জিতেছিল রিয়াল মাদ্রিদের হাতে। এবারও খেতাব জিততে বার্সাকে শেষ ম্যাচে গ্রানাদার বিরুদ্ধে জিততে হবে। 


নাটকীয়ভাবে শেষ হতে চলেছে এবারের লা লিগা। রবিবার লেভন্তের বিরুদ্ধে ১-২ গোলে হেরে লিগের শেষ পর্বে খেতাবজয়ের দৌড় থেকে ছিটকে গেল আতলেতিকো দে মাদ্রিদ! তাদের পয়েন্ট ৩৭ ম্যাচে ৮৬। একইদিনে, ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ৩-২ গোলে জিতে ৩৭ ম্যাচে ৮৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দু’নম্বরে উঠে এল রিয়াল মাদ্রিদ! লা লিগায় আবার তৈরি হল ন’বছর আগের এক রুদ্ধশ্বাস পরিস্থিতি। ২০০৯-এর সেই মরসুমে এস্পানলের বিরুদ্ধে শেষ ম্যাচে বার্সার ড্রয়ে লা লিগা খেতাব জিতেছিল রিয়াল মাদ্রিদের হাতে। এবারও খেতাব জিততে বার্সাকে শেষ ম্যাচে গ্রানাদার বিরুদ্ধে জিততে হবে। কিন্তু ম্যাচ ড্র হলে এবং রিয়াল শেষ ম্যাচ জিতে গেলে চ্যাম্পিয়ন হয়ে যাবেন রোনাল্ডোরা!
রবিবার এস্পানলকে পাঁচ গোলে উড়িয়ে দিল বার্সা। ক্যাম্প ন্যু’তে দলের হয়ে প্রথম গোল লিওনেল মেসির। আট মিনিটের কোমরের দোলায় প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে মাটিতে ফেলে দিয়ে মেসি এগনোর সময় তাঁকেও ফাউল করে ফেলে দেওয়া হয়। তারপরই বাঁ পায়ের একটি দুর্দান্ত ফ্রি-কিকে এস্পানলের গোলকিপার পাউ’কে অসহায় করে মেসির বাঁক খাওয়ানো শট গোলকিপারের বাঁ দিকের কোণা দিয়ে জালে জড়িয়ে গেল। মেসি ছাড়াও বাকি চারটি গোল করলেন সুয়ারেজ (২) নেমার এবং রাফিনহা। রিয়াল মাদ্রিদের হয়ে গোল রবিবার করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও করিম বেঞ্জেমা।

No comments:

Post a Comment

Comments