অনেকদিন ধরেই রানে ছিলেন না সাকিব। আগের ৫ ম্যাচে ৩ ইনিংসে ব্যাট হাতে করেন মাত্র ২০ রান। কলকাতা নাইট রাইডার্সও আস্তা হারাচ্ছিল বিশ্বসেরা এই অলরাউন্ডারের উপর থেকে। ফর্ম ফিরে পেতে গত শুক্রবার হঠাৎই ঢাকায় আসেন সাকিব আল হাসান।এসেই সোজা চলে যান পুরনো গুরু সালাউদ্দিনের কাছে। তার কাছে গিয়েই সমস্যা নিয়ে নেমে পড়েন সাকিব। এরপর আবার ফিরে যান কলকাতাতে। মাত্র একদিন পরেই ফর্মে ফিরে এলেন সাকিব।গুজরাট লায়ন্সের বিপক্ষে খাদে পড়া দলটাকে কেবল উদ্ধারই করেন নি কলকাতাকে লড়াইয়ের পুজিঁও এনে দেন দেশ সেরা এই ব্যাটসম্যান।ইডেন গার্ডেনে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বেশ কয়েকটি উইকেট হারায় কলকাতা। তৃতীয় ওভারে প্রবীণ কুমারের বলে আউট হয়ে ফিরে আসেন অধিনায়ক গৌতম গম্ভীর ও মানিষ পান্ডে।এরপর ২১ ও ২৪ রানের মাথায় উথাপ্পা ও সূর্যকুমারকে হারায় দলটি। এরপরই দলের হাল ধরেন সাকিব ও ইউসুফ পাঠান।এই জুটি স্কোরবোর্ডে ১৩৬ রান যোগ করেন। ৩১ বলে অর্ধশতক পূর্ণ করেন পাঠান। ১৬তম ওভারে মাত্র ৪১ বলে সাকিবও হাফ সেঞ্চুরি করেন।শেষ পর্যন্ত সাকিব ৬৬ এবং ইউসুফ পাঠান ৬৩ রানে অপরাজিত ছিলেন।
অনেকদিন
ধরেই রানে ছিলেন না সাকিব। আগের ৫ ম্যাচে ৩ ইনিংসে ব্যাট হাতে করেন মাত্র
২০ রান। কলকাতা নাইট রাইডার্সও আস্তা হারাচ্ছিল বিশ্বসেরা এই অলরাউন্ডারের
উপর থেকে। ফর্ম ফিরে পেতে গত শুক্রবার হঠাৎই ঢাকায় আসেন সাকিব আল হাসান।
এসেই সোজা চলে যান পুরনো গুরু সালাউদ্দিনের কাছে। তার কাছে গিয়েই সমস্যা
নিয়ে নেমে পড়েন সাকিব। এরপর আবার ফিরে যান কলকাতাতে। মাত্র একদিন পরেই
ফর্মে ফিরে এলেন সাকিব।
গুজরাট লায়ন্সের বিপক্ষে খাদে পড়া দলটাকে কেবল উদ্ধারই করেন নি কলকাতাকে লড়াইয়ের পুজিঁও এনে দেন দেশ সেরা এই ব্যাটসম্যান।
ইডেন গার্ডেনে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বেশ কয়েকটি উইকেট হারায় কলকাতা। তৃতীয় ওভারে প্রবীণ কুমারের বলে আউট হয়ে ফিরে আসেন অধিনায়ক গৌতম গম্ভীর ও মানিষ পান্ডে।
এরপর ২১ ও ২৪ রানের মাথায় উথাপ্পা ও সূর্যকুমারকে হারায় দলটি। এরপরই দলের হাল ধরেন সাকিব ও ইউসুফ পাঠান।
এই জুটি স্কোরবোর্ডে ১৩৬ রান যোগ করেন। ৩১ বলে অর্ধশতক পূর্ণ করেন পাঠান। ১৬তম ওভারে মাত্র ৪১ বলে সাকিবও হাফ সেঞ্চুরি করেন।
শেষ পর্যন্ত সাকিব ৬৬ এবং ইউসুফ পাঠান ৬৩ রানে অপরাজিত ছিলেন। - See more at: http://bangla.samakal.net/2016/05/08/210897#sthash.sstcvOwe.dpu
গুজরাট লায়ন্সের বিপক্ষে খাদে পড়া দলটাকে কেবল উদ্ধারই করেন নি কলকাতাকে লড়াইয়ের পুজিঁও এনে দেন দেশ সেরা এই ব্যাটসম্যান।
ইডেন গার্ডেনে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বেশ কয়েকটি উইকেট হারায় কলকাতা। তৃতীয় ওভারে প্রবীণ কুমারের বলে আউট হয়ে ফিরে আসেন অধিনায়ক গৌতম গম্ভীর ও মানিষ পান্ডে।
এরপর ২১ ও ২৪ রানের মাথায় উথাপ্পা ও সূর্যকুমারকে হারায় দলটি। এরপরই দলের হাল ধরেন সাকিব ও ইউসুফ পাঠান।
এই জুটি স্কোরবোর্ডে ১৩৬ রান যোগ করেন। ৩১ বলে অর্ধশতক পূর্ণ করেন পাঠান। ১৬তম ওভারে মাত্র ৪১ বলে সাকিবও হাফ সেঞ্চুরি করেন।
শেষ পর্যন্ত সাকিব ৬৬ এবং ইউসুফ পাঠান ৬৩ রানে অপরাজিত ছিলেন। - See more at: http://bangla.samakal.net/2016/05/08/210897#sthash.sstcvOwe.dpu
No comments:
Post a Comment