চলতি বছরের অক্টোবরে দুইটি টেস্ট ও তিনটি
ওডিআই খেলতে বাংলাদেশ সফর করবে ইংল্যান্ড। বিসিবি সূত্রে জানা গেছে, ওই
সফরে দুইটি টেস্টের যেকোনও একটি দিবা-রাত্রি করার প্রস্তাব করেছে
ইংল্যান্ড।বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, সম্প্রতি দুবাইয়ে আইসিসি সভার সাইডলাইন মিটিংয়ে এ ব্যাপারে আলোচনা হয়েছে। তবে, এ বিষয়ে আমরা এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান বলেছেন, আমরা অনেক প্রস্তাব পেতে পারি। কিন্তু আমাদের জন্য যেটি ভালো হবে আমরা সেটিই গ্রহণ করব।
জানা গেছে, এ ব্যাপারে নাকি আকরাম খান গত বৃহস্পতিবার বাংলাদেশের বর্তমান টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে আলোচনা করেছেন।
গত নভেম্বর দিবা-রাত্রির টেস্ট খেলার জন্য বাংলাদেশকে প্রস্তাব দিয়েছিলো নিউজিল্যান্ড। কিন্তু এ ব্যাপারে বিসিবি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। চলতি বছরের শেষের দিকে সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল।
No comments:
Post a Comment