Monday, May 9, 2016

চট্টগ্রাম আবাহনীর নতুন লক্ষ্য লীগ শিরোপা

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পাশেই হোটেল ইম্পেরিয়াল। স্টেডিয়ামের খুব নিকটবর্তী হওয়াতে হোটেল স্টাফরাও অনেক ক্রীড়াবিদের সঙ্গে মেশার সুযোগ পান। গতকাল হোটেল ইম্পেরিয়ালে প্রবেশ করতেই দেখা গেল চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক জাহিদ হোসেন, তারকা ফুটবলার মামুনুল ইসলামরা ছবি তুলে হোটেল স্টাফদের আবদার রক্ষা করছেন। স্বাধীনতা কাপ টুর্নামেন্টের জন্য চট্টগ্রাম আবাহনী এই হোটেলে ক্যাম্প করেছে কয়েক সপ্তাহ।

ঘরোয়া ফুটবলে শীর্ষ পর্যায়ে প্রথমবারের মতো শিরোপা। এরপরেও ট্রফি জয়ের রাতে তেমন উদযাপন ছিল না। স্বাধীনতা কাপে অধিনায়কত্ব করা উইঙ্গার জাহিদ হোসেন বলেন, 'আমরা খেলোয়াড়রা হাল্কা উদযাপন করেছি। আমাদের মূল উদযাপনটা হবে চট্টগ্রাম গিয়ে। এটি চট্টগ্রামের দল। চট্টগ্রামের কোন দল ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ স্তরে প্রথম চ্যাম্পিয়ন হলো। চট্টগ্রামবাসীদের নিয়েই হবে মূল আনন্দ।' গতকাল রাতেই চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা ফুটবলারদের।


জাতীয় দলের বহিষ্কৃত অধিনায়ক মামুনুল ইসলাম এর আগে শেখ রাসেলের হয়ে স্বাধীনতা কাপ জিতেছেন। আইনি জটিলতার জন্য তিনিসহ আরও চারজন (সোহেল রানা, ইয়ামিন মুন্না, নাসিরউদ্দিন চৌধুরী, রায়হান হাসান) স্বাধীনতা কাপে খেলতে পারেননি।


ফুটবলের স্বার্থে চট্টগ্রাম আবাহনী এদের ছাড়াই টুর্নামেন্ট খেলেছে। এটাকেই জয়ের বড় কারণ হিসেবে দেখছেন মামুনুল, 'ফুটবলের জন্য চট্টগ্রাম আবাহনী ত্যাগ করেছে। সেই ত্যাগের প্রতিদান তারা পেয়েছে। অন্য কোন ক্লাব হলে এমন সিদ্ধান্ত নিত কিনা সন্দেহ রয়েছে।' সশরীরে মাঠে খেলতে না পারলেও দলের জয়ে সমান ভাগিদার মনে করছেন মামুনুল, 'আইনের জন্য মাঠে নামতে পারিনি কিন্তু দলের সঙ্গে অনুশীলন করেছি। মাঠে না থাকলেও প্রতিটি মুহূর্ত দলকে অনুভব করেছি।' ঘরোয়া ফুটবলের নতুন শক্তির আবির্ভাব হচ্ছে বলে মনে করেন মামুনুল, 'শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের পর স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন। ঘরোয়া ফুটবলে চট্টগ্রাম আবাহনী বিশেষ জায়গা দখল করতে আসছে।


আমাদের এখন পরবর্তী লক্ষ্য প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন।' চট্টগ্রাম আবাহনীর সস্নোভাকিয়ান কোচ জোসেফ প্যাভলিকও আশাবাদী প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়নশিপ নিয়ে, 'পাঁচ গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়াই আমরা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছি। লীগে এই পাচ ফুটবলারকে পেলে আমাদের শিরোপার দাবি আরও জোরালো হবে।' লীগে শিরোপা লড়াইয়ের জন্য দুই দলকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এই সস্নোভাকিয়ান, 'স্বাধীনতা কাপের আমি প্রায় সবগুলো ম্যাচই দেখেছি। আমার কাছে মনে হয়েছে শেখ রাসেল ও শেখ জামালই তুলনামূলক শক্তিশালী। ঢাকা আবাহনী ফাইনাল খেললেও আমার কাছে লীগের জন্য ওই দুই দলকেই বেশি ফেভারিট মনে হয়।' চট্টগ্রাম আবাহনীকে প্রিমিয়ারে উঠিয়ে এনেছেন নজরুল ইসলাম লেদু।


তার কোচিংয়ে চ্যাম্পিয়নশীপ লীগে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার উঠেছিল চট্টগ্রাম আবাহনী। গত মৌসুমে প্রিমিয়ারে অবনমন ঠেকিয়েছে তার কোচিংয়েই। সেই লেদুরও স্বপ্ন চট্টগ্রাম আবাহনীর লীগ ট্রফি জয়, 'ফুটবলের সঙ্গে আছি দীর্ঘদিন। চট্টগ্রাম আবাহনী লীগ চ্যাম্পিয়ন হলে বেশ তৃপ্ত হব।'

No comments:

Post a Comment

Comments