খাঁটি ক্রিকেট ভক্ত হতে গেলে কী কী গুণ থাকতে হয় জানেন কি? ক্রিকেট মানেই
একদস লোকের মাথা খারাপ করে দেওয়া উন্মাদনা। প্রিয় দল জিতলেই মুহূর্তে বাজির
ফোয়ারা। কিন্তু, একজন প্রকৃত ক্রিকেট ভক্তের মধ্যে বিশেষ কতগুলি গুণ থাকাও
প্রয়োজন।
ক্রিকেট তো সবাই দেখেন। কিন্তু কয়েকটি বৈশিষ্ট্যের ভিত্তিতে চিনে নেওয়া যায় কে সত্যিকারের ক্রিকেটপ্রেমী আর কে লোকদেখানো ক্রিকেটভক্ত। আসুন দেখে নেওয়া যাক কী সেইসব বৈশিষ্ট্য—
১. প্রকৃত ক্রিকেটভক্তরা সব ম্যাচই দেখে, কিন্তু তাই নিয়ে ঘটা করে ফেসবুকে স্টেটাস আপডেট দেয় না। আর ফেকলু ক্রিকেটভক্তরা খেলা দেখুক না দেখুক ফেসবুকে স্কোর আপডেট দেবেই।
২. পছন্দের টিম হেরে গেলে প্রকৃত ক্রিকেটভক্তরা একেবারে ভেঙে পড়ে। অন্যদিকে প্রিয় টিম হারলেও ফাঁকিবাজ ক্রিকেটপ্রেমীদের কাঁচকলা।
৩. সত্যি যারা ক্রিকেট ভালবাসে তারা আইপিএল-এর সব ম্যাচ দেখে। লোকদেখানো ভক্তরা কলকাতার সবকটা ম্যাচও নিয়ম করে দেখে না।
৪. খাঁটি ক্রিকেটভক্তরা ক্রিকেট দুনিয়ার যাবতীয় খোঁজখবর রাখে। কিন্তু তাই নিয়ে ঢাক পিটিয়ে বন্ধুদের সামনে কেতা দেখায় না। ফেকলু ক্রিকেটপ্রেমীরা দু’-একটা ইনফো মুখস্ত রাখে। ক্রিকেট নিয়ে যে কোনও আলোচনায় সুযোগ পেলেই সেগুলো আউড়ে দেয়।
৫. প্রকৃত ক্রিকেটভক্ত প্রতিটা ফিল্ডিং পোজিশনের নাম জানে। জানে কোনটা ফাইন লেগ আর কোনটা স্কোয়্যার লেগ। ফালতু ক্রিকেটভক্তের কাছে সবই কেবল ‘ফিল্ডার’।
৬. যে কোনও ক্রিকেটারের সাফল্যগুলো মনে রাখাই যথার্থ ক্রিকেটপ্রেমীর কাজ। ফাঁকিবাজ ক্রিকেটপ্রেমিক তো কেবল বিতর্কগুলো মনে রাখে।
৭. সিঙ্গলস আর দু’রানের মর্ম সত্যিকারের ক্রিকেটভক্ত বোঝে। ফেকলু ভক্তের কাছে চার আর ছয় ছাড়া অন্য কোনও কিছুরই মূল্য নেই।
৮. প্রকৃত ক্রিকেটভক্ত ম্যাচ চলাকালীন টয়লেটে যেতে হলেও স্ট্যাটেজিক টাইম আউট বা ড্রিংকস ব্রেকের জন্য অপেক্ষা করে। ফালতু ক্রিকেটভক্ত ম্যাচের প্রথম পাঁচ ওভার শেষ হয়ে যাওয়ার পরেই মোবাইলে বান্ধবীর সঙ্গে চ্যাট শুরু করে দেয়।
ক্রিকেট তো সবাই দেখেন। কিন্তু কয়েকটি বৈশিষ্ট্যের ভিত্তিতে চিনে নেওয়া যায় কে সত্যিকারের ক্রিকেটপ্রেমী আর কে লোকদেখানো ক্রিকেটভক্ত। আসুন দেখে নেওয়া যাক কী সেইসব বৈশিষ্ট্য—
১. প্রকৃত ক্রিকেটভক্তরা সব ম্যাচই দেখে, কিন্তু তাই নিয়ে ঘটা করে ফেসবুকে স্টেটাস আপডেট দেয় না। আর ফেকলু ক্রিকেটভক্তরা খেলা দেখুক না দেখুক ফেসবুকে স্কোর আপডেট দেবেই।
২. পছন্দের টিম হেরে গেলে প্রকৃত ক্রিকেটভক্তরা একেবারে ভেঙে পড়ে। অন্যদিকে প্রিয় টিম হারলেও ফাঁকিবাজ ক্রিকেটপ্রেমীদের কাঁচকলা।
৩. সত্যি যারা ক্রিকেট ভালবাসে তারা আইপিএল-এর সব ম্যাচ দেখে। লোকদেখানো ভক্তরা কলকাতার সবকটা ম্যাচও নিয়ম করে দেখে না।
৪. খাঁটি ক্রিকেটভক্তরা ক্রিকেট দুনিয়ার যাবতীয় খোঁজখবর রাখে। কিন্তু তাই নিয়ে ঢাক পিটিয়ে বন্ধুদের সামনে কেতা দেখায় না। ফেকলু ক্রিকেটপ্রেমীরা দু’-একটা ইনফো মুখস্ত রাখে। ক্রিকেট নিয়ে যে কোনও আলোচনায় সুযোগ পেলেই সেগুলো আউড়ে দেয়।
৫. প্রকৃত ক্রিকেটভক্ত প্রতিটা ফিল্ডিং পোজিশনের নাম জানে। জানে কোনটা ফাইন লেগ আর কোনটা স্কোয়্যার লেগ। ফালতু ক্রিকেটভক্তের কাছে সবই কেবল ‘ফিল্ডার’।
৬. যে কোনও ক্রিকেটারের সাফল্যগুলো মনে রাখাই যথার্থ ক্রিকেটপ্রেমীর কাজ। ফাঁকিবাজ ক্রিকেটপ্রেমিক তো কেবল বিতর্কগুলো মনে রাখে।
৭. সিঙ্গলস আর দু’রানের মর্ম সত্যিকারের ক্রিকেটভক্ত বোঝে। ফেকলু ভক্তের কাছে চার আর ছয় ছাড়া অন্য কোনও কিছুরই মূল্য নেই।
৮. প্রকৃত ক্রিকেটভক্ত ম্যাচ চলাকালীন টয়লেটে যেতে হলেও স্ট্যাটেজিক টাইম আউট বা ড্রিংকস ব্রেকের জন্য অপেক্ষা করে। ফালতু ক্রিকেটভক্ত ম্যাচের প্রথম পাঁচ ওভার শেষ হয়ে যাওয়ার পরেই মোবাইলে বান্ধবীর সঙ্গে চ্যাট শুরু করে দেয়।

No comments:
Post a Comment