এজন্যই তাকে বাংলাদেশের ক্রিকেটের বরপুত্র বলা হয়। বল হাতে তো এক কথায় অপ্রতিরোধ ব্যাট হাতেও কম যান না নড়াইল এক্সপ্রেস। আজ আবার এই কথা স্মরণ করিয়ে দিলেন ম্যাশ।৫ ম্যাচে মাত্র একটি জয়ে পয়েন্ট টেবিলের তলানীতে রয়েছে মাশরাফির দল কলাবাগান ক্রীড়াচক্র। তবে বল হাতে স্বমহিমায় উজ্জল মাশরাফি। এখন পর্যন্ত টুর্নামেন্টে নিয়েছেন ১২ উইকেট।চতুরঙ্গ ডি সিলভা আর নাঈম ইসলামই রয়েছেন তার উপরে। প্রতি ম্যাচেই ভালো করছিলেন ম্যাশ তবু জিতছিল না দল। তাই এবার ব্যাট হাতে এগিয়ে এলেন অধিনায়ক। ব্যাটসম্যানরা খারাপ করছিলেন বলেনই হয়তো আজ ব্যাটিং অর্ডারে নিজেকে উঠিয়ে এনেছিলেন।উইকেটে যখন এলেন শেখ জামালের বিপক্ষে কলাবাগানের স্কোর তখন ৪ উইকেটে ১৬৯ রান। মেহেরাব হোসেন জুনিয়রকে নিয়ে প্রথমে জুটি বাধার কাজে মনোযোগী হলেন অধিনায়ক মাশরাফি।প্রথম ৫০ রান করেন মাত্র ৩৫ বলে। এর মধ্যে অবশ্য আউট হয়ে ফিরে যান মেহেরাব জুনিয়র। তবে এরপর আরো অপ্রতিরোধ্য হয়ে ওঠেন মাশরাফি। পরের অর্ধশত পূর্ণ করেন মাত্র ১৫ বলে। যার মধ্যে ৭টি ছয়। শেষ পর্যন্ত ৫১ বলে ১০৪ রান করে আউট হন মাশরাফি। লিস্ট এ তে এটি মাশরাফির দ্বিতীয় শতক। যে কোনো ধরনের ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও এটি।মাশরাফির সেঞ্চুরি, উইকেটরক্ষক জসিমউদ্দিনের ৬৪ ও হ্যামিল্টন মাসাকাদজার ৪৫ রানে ৫০ ওভার শেষে ৩১৬ রানের বিশাল স্কোর গড়ে কলাবাগান ক্রীড়াচক্র।শেখ জামালের মাহমুদউল্লাহ রিয়াদ ও সোহাগ গাজী ২টি করে উইকেট নিয়েছেন।

No comments:
Post a Comment