Sunday, May 15, 2016

মাশরাফির নির্মল আনন্দ

মাশরাফি বিন মুর্তজা হঠাৎ হঠাৎ ব্যাটে-বলে এমন কিছু করে ফেলেন, যার ব্যাপ্তি দূর-দূরান্তে প্রসারিত হয়। ১৫ বছর ধরে যা করতে পারেননি তিনি, গতকাল তাই করলেন ৫০ বলে সেঞ্চুরি করে। লিস্ট-এ ক্রিকেটে পেলেন প্রথম সেঞ্চুরি। তার ঝড়ো সেঞ্চুরিতে কলাবাগান ক্রীড়া চক্র লিগে দ্বিতীয় জয় পেল গতকাল।
মাশরাফির হাত ধরে সীমিত ওভারের ক্রিকেটে ২০১৫ সাল দারুণ কেটেছে বাংলাদেশের। টি-টোয়েন্টি বিশ্বকাপে চমক না থাকলেও ভারতের বিপক্ষে দুর্দান্ত এক ম্যাচ উপহার দিয়েছে তার দল। ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) তার দলের কাছ থেকে চমক আশা করেন সমর্থকরা। কিন্তু মাশরাফিনির্ভর কলাবাগান গতকালের আগে একটি মাত্র ম্যাচ জিতেছে। নড়াইল এক্সপ্রেস নিজের হাতে বিজয় এনেছেন, ‘সেঞ্চুরি করেছি, অবশ্যই ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে দল জিতেছে এ কারণে। দল জেতাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডিকে ২১ রানে হারিয়েছে কলাবাগান। জয়ে আনন্দের পাশে একটু আক্ষেপ করলেন মাশরাফি, ‘আমরা আরও একটু ভালো ক্রিকেট খেললে আরও ২ বা ১টি ম্যাচ জিততে পারতাম। যদি ওইগুলো জিততে পারতাম, তাহলে ভালো অবস্থায় থাকতাম।’ হাফ সেঞ্চুরিতে যেতে ৩৫ বল লেগেছে মাশরাফির। পরের ৫০ রান করতে লেগেছে ১৫ বল। ১১টি ছক্কা হাঁকিয়ে রেকর্ডও গড়েছেন দেশের লিস্ট-এ ক্রিকেটে। নিজের এ মাইলফলক সম্পর্কে মাশরাফি বলেন, ‘সেঞ্চুরিটা আল্লাহ নিজের হাতে দিয়েছে। কারণ ৬ নম্বরে নেমে সেঞ্চুরি করা সহজ না। ব্যাটে-বলে হওয়ায় সবকিছু করা গেছে।’

No comments:

Post a Comment

Comments