লাহোরে ভয়াবহ সেই হামলার পর সংযুক্ত আরব আমিরাতের মাঠ ব্যবহার করে হোমসিরিজ
খেলে আসছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু সামনের ওয়েস্ট
ইন্ডিজ সিরিজে সেখানে আর যেতে চায় না পিসিবি। শ্রীলঙ্কার কোনো স্টেডিয়াম
ব্যবহার করতে চায় তারা।পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাহী কমিটির চেয়ারম্যান নাজাম শেঠি বলছেন, ‘আমিরাতে যেয়ে খেলতে অনেক খরচ পড়ে যায়। শ্রীলঙ্কায় হলে কিছুটা সুবিধা হয়।’
এরআগে ২০০২ সালে একবার শ্রীলঙ্কাকে নিরপেক্ষ ভেন্যু বানিয়ে সিরিজ খেলেছিল পাকিস্তান।
এ বছর গেইলদের সঙ্গে দুটি টেস্ট এবং ছয়টি ওয়ানডে ম্যাচ খেলার কথা রয়েছে পাকিস্তানের। সূচি অনুযায়ী এই সফরটি পাকিস্তানের মাটিতে হওয়ার কথা। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানে যেয়ে খেলতে রাজি না হওয়ায় নিরপেক্ষ ভেন্যুর সন্ধান করছে দেশটি।
‘আমাদের আগে জানতে হবে শ্রীলঙ্কায় ওই সময় মাঠ খালি থাকবে কি না। আবহাওয়ার বিষয়টিও মাথায় রাখতে হবে। আমরা এ বিষয়ে আলোচনা শুরু করেছি। কোনো সিদ্ধান্তে এখনো পৌছাতে পারিনি।’ বিবিসিকে বলেন শেঠি।
এই বছর শ্রীলঙ্কার মাটিতে বেশি খেলা নেই। শুধু মাত্র অস্ট্রেলিয়ার দেশটিতে আসার কথা রয়েছে। সেটা জুলাই এবং সেপ্টেম্বর নাগাদ। তারপর ম্যাথিউসরা উড়াল দিবেন জিম্বাবুয়ে। মাঠ থাকবে খালি।
No comments:
Post a Comment