১৯ মে আইপিএলে কলকাতা নাইটরাইডার্সের সামনে গুজরাত লায়ন্স। আর সেই খেলা
দেখার জন্য গ্যালারিতে হাজির থাকার ইচ্ছা ছিল বলিউড সুপারস্টারের। সেই
জন্যই কানপুরের হোটেল ল্যান্ডমার্ক বুক করতে চেয়েছিলেন। কথায় আছে, মানুষ যা
চায়, তা সব সময় হয় না। শাহরুখও পাননি।
শাহরুখ কলকাতার মালিক। তিনি ইডেন গার্ডেন্সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন কেকেআর ক্যাম্প থেকে ম্যাচ কীভাবে চলে গেল! এ হেন শাহরুখ কলকাতার পরবর্তী ম্যাচে গ্যালারিতে থাকতে পারবেন কি না সন্দেহ। কারণ হোটেল চেয়েও হোটেল পাননি শাহরুখ। এমনও হয়! কিংগ খান হোটেল চাইছেন আর সেই হোটেল তিনি পাচ্ছেন না। ঘটনাটা কী?
১৯ মে আইপিএলে কলকাতা নাইটরাইডার্সের সামনে গুজরাত লায়ন্স। আর সেই খেলা দেখার জন্য গ্যালারিতে হাজির থাকার ইচ্ছা ছিল বলিউড সুপারস্টারের। সেই জন্যই কানপুরের হোটেল ল্যান্ডমার্ক বুক করতে চেয়েছিলেন। কথায় আছে, মানুষ যা চায়, তা সব সময় হয় না। শাহরুখও পাননি। তিনি সদলবলে কানপুরে যেতে চেয়েছিলেন। হোটেল ল্যান্ডমার্কের আটটি ঘর চেয়েছিলেন তিনি। কিন্তু ল্যান্ডমার্কের মালিক বিকাশ মালহোত্রা শাহরুখের পিএ-র সঙ্গে যোগাযোগ করে জানিয়ে দেন, তাঁর পক্ষে কিংগ খানকে হোটেলের ঘর দেওয়া সম্ভব হচ্ছে না। কারণ ঘরগুলো আগেই বুক করা হয়ে গিয়েছে। অগত্যা! কানপুরে তো একটাই পাঁচতারা হোটেল রয়েছে। শাহরুখ অ্যান্ড কোং তাহলে এখন কী করবেন?

No comments:
Post a Comment