Wednesday, May 18, 2016

জানেন কি সৌরভ-সচিনের পছন্দের অভিনেতা-অভিনেত্রীর নাম?

এঁদের পছন্দ করেন সবাই। মাঠে নেমে এঁরা জাদু দেখান। আর সেই জাদুতে মজে গোটা বিশ্ব। কেউ কি জানেন এঁরা কাদের পছন্দ করেন? একনজরে দেখে নেওয়া যাক ভারতবিখ্যাত ক্রিকেটারদের পছন্দের অভিনেতা-অভিনেত্রীর নাম। 

সচিন তেন্ডুলকর 
গোটা বিশ্বে সচিন তেন্ডুলকরের ভক্তের সংখ্যা কম নয়। কিন্তু ‘মাস্টার ব্লাস্টার’-এর পছন্দ কে? মাধুরী দীক্ষিতের বড় ভক্ত সচিন। অভিনয়জগতে পা রেখেই সবার মন জিতে নিয়েছিলেন মাধুরী। হিমালয় থেকে কন্যাকুমারী মাধুরীর প্রেমে পড়ে গিয়েছিল। সচিনও এর ব্যতিক্রম নন। তিনিও মাধুরীর বড় ভক্ত হয়ে যান। শুধু মাধুরী নন, সচিনের পছন্দের তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চনও।

সৌরভ গঙ্গোপাধ্যায় 
ঐশ্বর্য়া রাইয়ের ছবি খুব পছন্দ মহারাজের। একসময়  সৌরভের পছন্দের অভিনেত্রী ছিলেন রবিনা ট্যান্ডনও। তাছাড়া অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও  সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছবি দেখতে দারুণ পছন্দ করেন সৌরভ।

বীরেন্দ্র সহবাগ 
বলিউডের কোন নায়িকাকে পছন্দ করেন নজফগড়ের নবাব? তা নিয়েই তো য়ত প্রশ্ন। সহবাগ স্বয়ং বিভ্রান্ত। স্থির করে উঠতে পারেননি তাঁর পছন্দের অভিনেত্রী। শাহরুখ খান, অমিতাভ বচ্চনের ছবি পছন্দ করেন সহবাগ।
রাহুল দ্রাবিড় 
‘দ্য ওয়াল’ হিসেবে পরিচিত ছিলেন রাহুল দ্রাবিড়। ‘মিশন ইমপসিবল’ খ্যাত টম ক্রুজ এবং বলিউডের মিষ্টি নায়ক আমির খানকে পছন্দ দ্রাবিড়ের। এছাড়াও হলিউডের ডেমি মুর, জুলিয়া রবার্টসের মতো নায়িকাদের ছবি দেখতে ভাল লাগে দ্রাবিড়ের। মণীষা কৈরালাও দ্রাবিড়ের পছন্দ।
যুবরাজ সিংহ 
যুবরাজ সিংহ স্বয়ং ছোটবেলায় অভিনয় করেছেন। ২০০০-এ ভারতীয় ক্রিকেটে অভিষেক ঘটে যুবির। কাজলের ছবির বিরাট ভক্ত ছিলেন পঞ্জাবতনয়। কাজলের সঙ্গে বহু ছবিতে একসময় একসঙ্গে অভিনয় করেছেন শাহরুখ খান। পঞ্জাবতনয়ের পছন্দের তালিকায় রয়েছেন শাহরুখ খান।

No comments:

Post a Comment

Comments