Saturday, May 14, 2016

সতীর্থকে ঘুষি মেরে দেশে মার্শ!

আইপিএলের দল কিংস ইলেভেন পাঞ্জাব শিবিরে নাকি বিরাট গ-গোল। দলের ক্রমাগত ব্যর্থতায় টুর্নামেন্টের মাঝপথে অধিনায়ক বদল হলো। দলটির একজন মালিক বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। তিনি নাকি ক্ষেপে গিয়ে কোচ সঞ্জয় ব্যাঙ্গারের ওপর রাগও ঝেড়েছেন। এবার শোনা যাচ্ছে, এক সতীর্থের সঙ্গে ঝামেলা পাকানোয় দেশে ফিরতে হয়েছে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান শন মার্শকে।
দলের পক্ষ থেকে জানানো হয়েছিল, ইনজুরির কারণে দেশে ফিরেছেন মার্শ। তবে সম্প্রতি স্থানীয় এক সংবাদপত্রের প্রতিবেদনে এসেছে, ইনজুরি নয়, ড্রেসিংরুমে সতীর্থকে ঘুষি মারায় দেশে ফিরতে হয়েছে এই অস্ট্রেলিয়ানকে। সতীর্থের সঙ্গে আগ বাড়িয়ে ঝামেলাটা নাকি বাধিয়েছিলেন মার্শই। শাস্তি হিসেবে অস্ট্রেলিয়ায় ফেরত পাঠানো হয়েছে তাকে।
গণমাধ্যমে এমন খবর দেখে অবশ্য ভীষণ অবাক কিংস ইলেভেনে মার্শের সতীর্থ হিসেবে খেলা দুই অস্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েল আর মিচেল জনসন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবরের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এই দুজন। জানিয়েছেন, যা লেখা হয়েছে তার কিয়দংশও নাকি সত্য নয়।

No comments:

Post a Comment

Comments