Saturday, May 14, 2016

পিএসজি ছাড়ছেন ইব্রাহিমোভিচ

পিএসজি ছেড়ে চলে যাচ্ছেন সুইডিশ তারকা ইব্রাহিমোভিচ। চুক্তি নবায়ন না করায় ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে পাচ্ছে না ফ্রেন্স চ্যাম্পিয়নরা।চলতি মৌসুমের শেষে পিএসজি’র সঙ্গে ৩৪ বছর বয়সী ইব্রাহিমোভিচের চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। এরপর ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করতে রাজি হননি।সুইডেনের জাতীয় দলের এই তারকা পিএসজিতে চার বছর কাটিয়েছেন। এই সময়ের মধ্য প্রত্যেক মৌসুমেই লিগ ওয়ান জিতেছেন। তিনবার কাপ ডি লা লিগ এবং গত বছর কাপ ডি ফ্রান্স জিতেছেন।এক বিবৃতিতে ক্লাব ছেড়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান ইব্রাহিমোভিচ। তিনি বলেছেন, ‘আমি গত চার বছর নিয়ে খুবই গর্বিত। এখানে থাকা কালীন প্রতিটি দিন ভালবেসেছি। পিএসজি বিশ্বের একটি তারকা ক্লাবে পরিণত হয়েছে এবং এতে আমি প্রধান ভূমিকা পালন করেছি।’

No comments:

Post a Comment

Comments