দিয়েগো মারাদোনার মনে হচ্ছে, লিওনেল মেসির কিছুদিন বিশ্রামের প্রয়োজন আছে।
শতবার্ষিকী কোপা আমেরিকা ফাইনালে হারের পর মেসি জানিয়েছিলেন, তিনি
আর্জেন্তিনার হয়ে আর খেলতে চান না।
দিয়েগো মারাদোনার মনে হচ্ছে, লিওনেল মেসির কিছুদিন বিশ্রামের প্রয়োজন
আছে। শতবার্ষিকী কোপা আমেরিকা ফাইনালে হারের পর মেসি জানিয়েছিলেন, তিনি
আর্জেন্তিনার হয়ে আর খেলতে চান না।
মারাদোনার ধারণা, বার্সেলোনার হয়ে পরিশ্রমসাধ্য একটা মরসুম খেলার পর মেসির উচিত কিছুদিন বিশ্রাম নেওয়া। বলেছেন, ‘‘আমার সঙ্গে ওর এখনও কথা হয়নি। তবে আমি মেসির সঙ্গে কথা বলব যাতে ও আবার দেশের জার্সিতে ফিরে আসে। ক্লাবের হয়ে এত পরিশ্রম হওয়ার পর ওর এখন কিছুদিন ফুটবল থেকে দূরেই থাকা উচিত।’’ ছুটি কাটানোর ফাঁকে ঘনিষ্ঠ মহলে মেসি সম্প্রতি জানিয়েছিলেন, তিনি দেশের হয়ে ফের খেলতে পারেন।
মারাদোনার ধারণা, বার্সেলোনার হয়ে পরিশ্রমসাধ্য একটা মরসুম খেলার পর মেসির উচিত কিছুদিন বিশ্রাম নেওয়া। বলেছেন, ‘‘আমার সঙ্গে ওর এখনও কথা হয়নি। তবে আমি মেসির সঙ্গে কথা বলব যাতে ও আবার দেশের জার্সিতে ফিরে আসে। ক্লাবের হয়ে এত পরিশ্রম হওয়ার পর ওর এখন কিছুদিন ফুটবল থেকে দূরেই থাকা উচিত।’’ ছুটি কাটানোর ফাঁকে ঘনিষ্ঠ মহলে মেসি সম্প্রতি জানিয়েছিলেন, তিনি দেশের হয়ে ফের খেলতে পারেন।
No comments:
Post a Comment